Breaking News

‘মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা’, অবাধ ভোটের দাবিতে বুথের সামনে বসে পড়লেন আইএসএফ প্রার্থী মইদুল ইসলাম

বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :- তৃতীয় দফার ভোটের সকাল থেকেই উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগণার মগরাহাট পশ্চিম কেন্দ্রের নেতড়া | তৃণমূলের বিরুদ্ধে বোমা ও অস্ত্র নিয়ে ঘোরার অভিযোগ তুলে বুথের সামনেই সকাল থেকে ধর্ণায় বসে পড়েন আইএসএফ প্রার্থী মইদুল ইসলাম | মগরাহাট পশ্চিমের আইএসএফ প্রার্থী মইদুল ইসলাম ভোট শুরুর আগে বুথে ঢুকতে বাধা পান বলে অভিযোগ | বাধা পেয়ে নেত্রা হাইস্কুলের ভোটকেন্দ্রের সামনেই ধরনায় বসে পড়েন তিনি | বলেন, ”মমতা বন্দ্যোপাধ্যায় যদি বুথে ২ ঘণ্টা ধরে বসে থাকতে পারেন, তাহলে আমি কেন পারব না? আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না | যতক্ষণ না এর বিহিত হয়, ততক্ষণ এভাবে বসে থাকব|” মইদুলের ধরনা চলাকালীনই বুথে পৌঁছন মগরাহাটের পশ্চিমের তৃণমূল প্রার্থী গিয়াসুদ্দিন মোল্লা | মইদুলের সঙ্গে তাঁর বচসা বাঁধে | তাতে সাময়িকভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে | কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে পরে অবশ্য তা মিটে যায় | তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লার দাবি, এলাকার ভোটারদের ভয় দেখাচ্ছে মইদুল ইসলাম | স্থানীয় তৃণমূল নেতাদের দাবি, মইদুল ইসলাম ভোটারদের বলছেন, ভোট না দিলে দেখে নেওয়া হবে বলে হুমকি দিচ্ছেন মইদুল|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *