Breaking News

হাওড়ার বাগনানে ২২৮ নম্বর বুথে তৃণমূলের -র ক্যাম্প অফিস ভাঙচুর, অভিযোগের তীর বিজেপির দিকে, ঘটনাস্থলে পুলিশ

প্রসেনজিৎ অধিকারী, হাওড়া :-আজ রাজ্য বিধানসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোটগ্রহণ চলছে মূলত তিন জেলায় হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগণায় | ভোট শুরু হতেই বিভিন্ন জায়গা থেকে গণ্ডগোলের খবর আসছে | হাওড়ার বাগনানে তৃণমূল কংগ্রেসের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে |জানা গেছে,হাওড়ার বাগনানে ২২৮ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে|

বিজেপি প্রার্থী অনুপম মল্লিকের দাবি, নিয়মবিধি ভেঙে ক্যাম্প তৈরি করেছিলো তৃণমূল | বিজেপির তরফে অভিযোগ, ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ক্যাম্প করেছিল তৃণমূল | কমিশনে অভিযোগ জানানো হলেও কোনও সমাধান হয়নি | সেজন্যই তৃণমূলের ক্যাম্প অফিস ভেঙে দেওয়া হয়েছে বলে দাবি গেরুয়া শিবিরের | অন্যদিকে ঘটনাস্থলে যায় পুলিশ ও সিআরপিএফ | এ বিষয়ে কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *