প্রসেনজিৎ ধর, হুগলি :- তৃতীয় দফার ভোট চলাকালীন আক্রান্ত আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ | অভিযোগ, মহিলা পুলিশের উপস্থিতিতে বিজেপি কর্মীরা বেধড়ক মারধর করেছে তাঁকে| বাঁশ হাতে তাড়া করা হয়েছে | ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা | ইতিমধ্যেই ঘটনার রিপোর্ট তলব করেছে কমিশন।
তৃতীয় দফার ভোট শুরু হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর প্রকাশ্যে এসেছে | কোথাও বুথ জ্যামের অভিযোগ উঠেছে,কোথাও আবার রাজনৈতিক দলের কর্মীরা আক্রান্ত হয়েছেন সকাল থেকেই আরামবাগের আরান্ডির ২৬৩ নম্বর বুথে অশান্তি হয় বলে অভিযোগ | বেলা বাড়তেই তা বিরাট আকার নেয়| তৃণমূলের তরফে অভিযোগ করা হয়, এলাকার মানুষ ভোট দিতে গেলে বিজেপি কর্মীরা তাঁদের ফিরিয়ে দিচ্ছেন | এই খবর পেয়েই ওই বুথে যান আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ| তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ-কে ঘিরে বিজেপি কর্মীদের বিক্ষোভ দেখান | বাঁশ নিয়ে তাঁকে তাড়া করা হয় বলে অভিযোগ | চাষের খেত দিয়ে কার্যত পালিয়ে বাঁচানোর চেষ্টা করলেন |
তখনও পিছন পিছন বিশাল লাঠি হাতে ছুটলেন গ্রামবাসীরা | তাঁর গাড়িও ভাঙচুরেরও চেষ্টা করেন উন্মত্ত গ্রামবাসীরা | সুজাতার অভিযোগ, তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। ঘটনার প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখান সুজাতা | তিনি বিজেপির বিরুদ্ধে বুথ দখলের চেষ্টার অভিযোগ করেছেন | সুজাতার অভিযোগ, তাঁর এজেন্টকে বুথে বসতে দেওয়া হচ্ছে না, অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট বুথে এসেছিলেন তিনি |পাল্টা বিজেপি সুজাতার বিরুদ্ধে অশান্তি পাকানোর অভিযোগ এনেছে বিজেপি | স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূল প্রার্থীর সঙ্গে আসা লোকজন তাঁদের ওপর চড়াও হয়েছে | তৃণমূল-বিজেপি দুই পক্ষকেই ছত্রভঙ্গ করে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করছে পুলিশ | ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় | পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সুজাতা|ইতিমধ্যেই ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন |