প্রসেনজিৎ ধর,হুগলি :- তৃতীয় দফার ভোটে উত্তেজনা হুগলিতে | হুগলির একাধিক জায়গা থেকে অশান্তির খবর পাওয়া যাচ্ছে | হুগলির খানাকুলের তৃণমূল প্রার্থী মুন্সি নাজিবুল করিমকে বাঁশ দিয়ে পেটানোর অভিযোগ উঠল বিজেপি সমর্থকদের বিরুদ্ধে | জানা গেছে,খানাকুলের একটি বুথে ভোটদানে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ পেয়ে সেখানে যান তৃণমূল প্রার্থী | সেখানে বুথ থেকে তৃণমূলের এজেন্টকে বের করে দেওয়া হয় বলেও তাঁর অভিযোগ | সেই সময়ই বিজেপি সমর্থকরা তাঁর ওপর চড়াও হয় বলে অভিযোগ| আর এই ঘটনায় মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠল হুগলির খানাকুলের বলাইচক গ্রাম | নদী ঘেরা হুগলির শেষ প্রান্তের গ্রাম খানাকুলের বলাইচক | প্রত্যন্ত এই এলাকায় ভোট শুরু হতে না হতেই শুরু হয়ে যায় অশান্তি | স্থানীয় সূত্রে খবর, ভোটারদের ভোট দিতে বাধা দিতে থাকেন বিজেপির কর্মী-সমর্থকরা| এই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তৃণমূল প্রার্থী মুন্সি নাজবুল করিম | নকিবপুর বাজার মোড়ে তৃণমূল প্রার্থী আসতেই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি | বিজেপি কর্মীদের সঙ্গে তর্কাতর্কি বেধে যায় প্রার্থীর| এরপরই মারমুখী হয়ে ওঠে একদল যুবক বলে অভিযোগ | চ্যালাকাঠ, বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় তৃণমূল প্রার্থীকে বলেও অভিযোগ | বাদ যাননি তাঁর এজেন্টও | পাল্টা বিজেপির অভিযোগ, সেখানে শান্তিপূর্ণভাবেই ভোট চলছিল | তৃণমূল প্রার্থী এখানে অশান্তি ছড়াতে এসেছেন | তৃণমূল প্রার্থীর অভিযোগ, তিনি বারেবারেই ঘটনার কথা জানিয়েছেন কমিশনকে | কিন্তু বাহিনী সঠিক সময়ে পদক্ষেপ নিলে তাঁকে এখানে আসতেই হত না | অভিযোগের পরিপ্রেক্ষিতে যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে জেলা প্রশাসনকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন |