নিজস্ব সংবাদদাতা :- দেশের পাশাপাশি করোনার টিকাকরণ চলছে এ রাজ্যেও | শহর কলকাতা-সহ জেলাগুলিতেও নির্দিষ্ট পদ্ধতি মেনে শুরু টিকাকরণ কর্মসূচি |
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সারা রাজ্যে মোটা ২১২টি ভ্যাকসিনেশন সেন্টার করা হয়েছে | তার মধ্যে কলকাতায় রয়েছে ১৯টি সেন্টার | প্রতি কেন্দ্রে প্রতিদিন ১০০ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হয় | কলকাতায় মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, এসএসকেএম হাসপাতাল, এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, চিত্তরঞ্জন সেবাসদন, স্কুল অফ ট্রপিকাল মেডিসিন, ডাঃ বিসিরায় পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ পেডিয়াট্রিক সায়েন্স, বেলেঘাটা আইডি ও সহ মোট ১৪টি জায়গায় করোনার টিকা দেওয়া হচ্ছে | সবথেকে বেশি ভ্যাকসিন কলকাতার জন্যই বরাদ্দ হয়েছে | কলকাতার ৯৩ হাজার ৫০০ স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া শুরু | কলকাতার পরই করোনার সবচেয়ে বেশি ভ্যাকসিন বরাদ্দ উত্তর ২৪ পরগনা জেলার জন্য | এই জেলায় ৪৭ হাজার স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হচ্ছে। তালিকায় এর পরেই রয়েছে মুর্শিদাবাদ। এই জেলায় টিকা পাবেন ৩৭ হাজার ৫০০ স্বাস্থ্যকর্মী | জেলার ২৬টি ব্লকে আজ করোনার টিকাকরণ অভিযান চলে। একইভাবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পুরুলিয়া-সহ জেলায়-জেলায় শুরু করোনার টিকাকরণ অভিযান | রাজ্যের সাথে সাথে পশ্চিম বর্ধমানের আসানসোলেও শুরু হল করোনা টিকাকরণ কর্মসূচি |
আসানসোলের দিলদারনগরে ইউপিএসসি থেকে এই টিকাকরণের কাজ শুরু করা হয় এদিন | আসানসোল পুরনিগমের স্বাস্থ্য দপ্তরের বিদায়ী এম.এম আইসি তথা পৌরপ্রশাসক বোর্ডের সদস্য দিব্যেন্দু ভগতের শরীরে এই কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে | এদিন ভ্যাকসিন নিয়ে দিব্যেন্দু ভগত বলেন, আমি টিকা নিয়ে মানুষ কে আশ্বস্ত করতে চাই এটাতে ভয় পাওয়ার কিছু নেই | এছাড়া হাওড়া জেলায় মোট ৮টি কেন্দ্র থেকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে | হাওড়ায় জেলা হাসপাতালের পাশাপাশি আমতা গ্রামীণ হাসপাতাল, বাগনান গ্রামীণ হাসপাতাল সহ আটটি হাসপাতালে ভ্যাকসিন কেন্দ্র করা হয়েছে | প্রথম পর্যায়ে কান্দি মহকুমা হাসপাতালে ১০০ জন স্বাস্থ্য কর্মীকে করোনা ভ্যাক্সিনের প্রথম ডোজ দেওয়া হয় জেলা স্বাস্থ্য দফতর | শনিবার সকাল ১১ টা থেকে কান্দি মহকুমা হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, সাফাই কর্মীদের করোনা ভ্যাক্সিনেশনের প্রথম ডোজ দেওয়া হয়| প্রতিনিয়ত ১০০ জন করে তালিকাভুক্ত স্বাস্থ্য সহ বিভিন্ন দফতরের কর্মীদের এই ভ্যাক্সিন দেওয়া হবে বলে জানিয়েছেন এসিএমওএইচ ডাঃ সুমন বিশ্বাস | এর পাশাপাশি বাঁকুড়া ও বিষ্ণুপুর এই দুই স্বাস্থ্য জেলায় মোট আটটি কেন্দ্রে এই টিকাকরণ কর্মসূচি শুরু হয় এদিন|শনিবার বর্ধমানেও কোভিড ভ্যাকসিন দেবার কাজ শুরু হল | এদিন মোট ৭ টি কেন্দ্রে এই ভ্যাক্সিন দেওয়া হচ্ছে। প্রতি কেন্দ্রে ১০০ জন করে প্রথম পর্যায়ে মোট ৭০০ জন কে এদিন দেওয়া হল | সাফাই কর্মী সঞ্চয় মাঝিকে প্রথম ভ্যাক্সিন দেওয়া হয় |স্বাস্থ্য দফতর সূত্রে খবর, প্রথম পর্যায়ে রাজ্যে ৬ লক্ষ ৪৪ হাজার ৫০০ জনের টিকাকরণ হবে | গোটা রাজ্যে করোনার টিকাকরণ প্রক্রিয়ার উপর নজর রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |