রজত সেন:- কল্যানী থানা ঘেরাও করলেন গেরুয়া শিবির। প্রসঙ্গত, প্রসব যন্ত্রনা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক রোগিনীকে মারধর করার অভিযোগ উঠেছে কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের বিরুদ্ধে। আর এই ঘটনার প্রতিবাদেই আজ দোষীদের গ্রেফতারের দাবিতে কল্যাণী থানা ঘেরাও করে বিজেপি মহিলা মোর্চা। যেখানে এই বিক্ষোভ কর্মসূচীর নেতৃত্ব দেন বিজেপি নেত্রী তথা মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল।
সূত্র মারফত জানা গিয়েছে, বেশ কিছু দিন আগেই ধনেখালীর বাসিন্দা ওই সংখ্যালঘু মহিলা সন্তান সম্ভবা অবস্থায় কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ঠাই হতে না হতেই প্রসব যন্ত্রনা শুরু হওয়ায় তাকে মারধর করে তার মোবাইল কেড়ে নেন হাসপাতালের দুই পুরুষ কর্মী। এই ঘটনার প্রতিবাদেই আজ কল্যাণী থানায় বিক্ষোভ দেখায় বিজেপি মহিলা মোর্চা। তাদের দাবি ওই দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। পরে অবশ্য ওই মহিলাকে কল্যাণীর একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন তার পরিবারের সদস্যরা। অন্যদিকে এই ঘটনার প্রেক্ষিতে মুখ খুলেছেন সভানেত্রী অগ্নিমিত্রা পল। তিনি বলেন, “আমরা তো হাসপাতালে যাই সেবা পাওয়ার জন্য। কষ্ট নিবারণ করার জন্য। যে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীরা কষ্টে মলম লাগিয়ে কষ্ট নিবারণ করবেন এই ভেবে। কিন্তু এখানে অদ্ভূত ব্যাপার।