প্রসেনজিৎ অধিকারী, হাওড়া :- তৃতীয় দফার ভোটে অশান্তি | তৃণমূল প্রার্থীকে ঘেরাও করে বিক্ষোভ, ইটবৃষ্টির অভিযোগ | মাথা বাঁচাতে হেলমেট পরে এলাকা ছাড়তে হল উলুবেড়িয়া উত্তরের প্রার্থী নির্মল মাজিকে | জানা গেছে,আমতা মুক্তিরচকে উলুবেরিয়া উত্তরের তৃণমূল প্রার্থী নির্মল মাজিকে ঘিরে উত্তেজনা ছড়াল | এ দিন ভোট তদারকিতে ওই এলাকায় যান নির্মল মাজি| তিনি যাওয়া মাত্রই স্থানীয়রা চড়াও হয় | গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন নির্মল মাজি | তাঁকে লক্ষ্য করে লাঠি, ইট, পাথর নিয়ে তেড়ে আসেন স্থানীয়রা বলে অভিযোগ| পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে এই আশঙ্কা থেকেই নির্মল মাজিকে হেলমেট পরিয়ে কোনওক্রমে এলাকা থেকে বের করে আনা হয় |
ইটের আঘাতে মাথা ফেটে যায় বলে অভিযোগ নির্মল মাজির এক নিরাপত্তারক্ষীর বলে অভিযোগ |পাশাপাশি আরেক নিরাপত্তারক্ষীর বুকে লাথি মারা হয় বলেও অভিযোগ| তাঁদের আমতা হাসপাতালে ভর্তি করা হয় |গ্রাম থেকে বেরিয়ে কার্যত ক্ষোভে ফুঁসতে থাকেন নির্মল মাজিও | বলেন, ‘বুথে তৃণমূল কর্মীদের বসতে দেওয়া হচ্ছে না, তাঁদের ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে| ভোট লুঠ চলছে | মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলে সবাইকে দেখে নেব |’ ঘটনায় যায় বিশাল পুলিশবাহিনী |