বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :- নির্বাচন চলাকালীন ভোটাদের হুমকি এবং মারধর করার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে | ঘটনায় কয়েকজন মহিলা-সহ জখম হয়েছেন মোট ৮ জন| এঁরা সবাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী বলে খবর | জানা গেছে, আজ,তৃতীয় দফা ভোটের দিন ঘটনাটি ঘটেছে ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের ২৩৭ এবং ২৩৮ নম্বর গড়খালি দেশকল্যাণ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে | জানা গেছে, এদিন নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের ২৩৭ ও ২৩৮ নম্বর বুথে অশান্তির খবর আসে |
বেশ কয়েকজন সাধারণ ভোটারের অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সদস্য সাজাহান গাজীর নেতৃত্বে সাধারণ ভোটার ও আইএসএফ কর্মীরা যখন ভোট দিয়ে বাড়িতে ফিরছিলেন তাঁদের আচমকা লাঠি ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় | ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন আইএসএফ কর্মী-সমর্থক | জখম হল মহিলা সহ মোট ৮ জন বলে খবর | এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল কেন্দ্রীয় বাহিনী | তারপর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি | অন্যদিকে এই হামলার ঘটনায় তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সাজাহান গাজীর দাবি, ভোট শান্তিপূর্ণ ভাবে হয়েছে | তবে আইএসএফ ও বিজেপির লোকজন ভোটারদের অতর্কিতভাবে লাঠি নিয়ে আক্রমণ করে বলে তাঁর অভিযোগ |