প্রসেনজিৎ ধর, হুগলি :- ১০ ই এপ্রিল চতুর্থ দফার ভোট হুগলির উত্তরপাড়ায়| আর তার আগেই ফের উত্তরপাড়া বিধানসভার তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিকের ব্যানার ও ফেস্টুন ছিড়ে ফেলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে | যদিও অভিযোগ অস্বীকার গেরুয়া শিবিরের | জানা গেছে, আজ উত্তরপাড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে তৃণমূল তারকা প্রার্থী কাঞ্চন মল্লিক প্রচার করবেন | তাই গতকাল রাতে ওই এলাকায় প্রার্থীর সমর্থনে ব্যানার ও ফেস্টুন লাগিয়েছিলো তৃণমূল কর্মী-সমর্থকরা | কিন্তু আজ ভোর রাতে তা ছিড়ে ফেলে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ তৃণমূলের |
ঘটনাস্থলে আসে তৃণমূলের তারকা প্রার্থী কাঞ্চন মল্লিক | তিনি বলেন, ব্যানার ছিঁড়ে দিক, তা কিছু আসবে না,কিন্তু মানুষ আমাদের সঙ্গে আছে | তারকা প্রার্থী আরও বলেন,মানুষ যখন পাশে থাকে তখন তাদের ভয় হয়, তারা তখন অশান্ত করার চেষ্টা করে বলে | তিনি নাম না করেই বিজেপিকেই এর জন্যে দায়ী করলেন |
এ বিষয়ে জেলা বিজেপির সহ সভাপতি প্রণব চক্রবর্তী অভিযোগ অস্বীকার করে বলেন,তৃণমূলের পায়ের তলার মাটি নেই, তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিক তৃণমূলের সমীকরণ জানেন না বলেও দাবি তাঁর | ভারতীয় জনতা পার্টি পোস্টার ছেঁড়ার রাজনীতিতে বিশ্বাস করে না বলে দাবি তাঁর | তবে এটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব হলেও হতে পারে বলেও জানান তিনি | তবে,এ বিষয়ে থানায় অভিযোগ জানানো হবে বলে জানান স্থানীয় তৃণমূল নেতা |