Breaking News

স্বপন দাশগুপ্তকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান,স্বপন দাশগুপ্তের নির্বাচনী এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের দিকে,দিনভর উত্তপ্ত তারকেশ্বর

প্রসেনজিৎ ধর, হুগলি :- তৃতীয় দফা নির্বাচনের দিন দিনভর উত্তপ্ত তারকেশ্বর | একদিকে পোলিং এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ | অভিযোগ পেয়ে বুথে পৌঁছলে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান | জানা গেছে, মঙ্গলবার তারকেশ্বরের গোপীনাথপুর প্রাইমারি স্কুলে প্রথমে উত্তেজনা ছড়ায়| বিজেপি পোলিং এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না বলে খবর পেয়ে স্বপন দাশগুপ্ত বুথে পৌঁছে পুলিশকে অভিযোগ জানান | অভিযোগ জানিয়ে যখন বুথ থেকে বেরিয়ে আসছেন, তখনই তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ | “বাইরে থেকে লোক আনছেন বিজেপি প্রার্থী”, এই অভিযোগে তাঁকে ঘিরে জয় বাংলা স্লোগান ওঠে | পাল্টা উত্তর দেন স্বপন দাশগুপ্তও | তিনি বলেন, “আমি বহিরাগত বা বাইরের লোক নই | এ রাজ্যেরই লোক |” পুলিশি মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয় | এরপর জামতলা প্রাথমিক স্কুলেও পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ পেয়ে সেখানে গিয়ে নিজে হাতে এজেন্ট বসান তিনি | এরপরই হুগলির ভান্ডারহাটি এলাকার ২ নম্বর পঞ্চায়েতের ৫৩ নম্বর বুথে স্বপন দাশগুপ্তের পোলিং এজেন্টের গাড়ি আটকানো হয় বলে অভিযোগ |

অভিযোগ, তৃণমূল কর্মী সমর্থকরা চড়াও হয়ে গাড়িতে ভাঙচুর করে| মারধর করে বিজেপি প্রার্থীর এজেন্ট অরিন্দম চক্রবর্তীকে বলে অভিযোগ | মারের চোটে মাথা ফেটে গিয়েছে পোলিং এজেন্টের বলেও অভিযোগ | যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব | ঘটনাস্থলে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী| তৃণমূলের পক্ষ থেকে যদিও পাল্টা দাবি করা হয়, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল | মারধরের ঘটনায় শাসকদলের কোনও ভূমিকা নেই |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *