সৌমিত্র গাঙ্গুলি, আসানসোল :- ঠিক যেন তাসের ঘর! বিকট শব্দ করে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক | ভেঙে পড়ল ১ লক্ষ ৭৫ হাজার গ্যালনের জলের ট্যাঙ্ক। জলের তোড়ে ভেসে গেল ট্যাঙ্কের পার্শ্ববর্তী সীমানা পাঁচিল। আতঙ্ক ছড়াল আসানসোলের জামুড়িয়ায়|জানা গেছে,ঘটনাটি ঘটেছে চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আর.এন.কলোনি সংলগ্ন এলাকায় | চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বনাথ সাঙ্গুই জানান, বাম আমলে এই জল ট্যাঙ্কের সাহায্যে জল সরবরাহ করা হত প্রত্যন্ত এলাকায় | বিগত ১৫ বছরের বেশি এই জলের ট্যাঙ্ক থেকে জল সরবরাহ বন্ধ ছিল|গত পরশুদিন থেকে এই ট্যাঙ্ক-এ জল ভরার কাজ চলছিল | এর মঙ্গলবার রাত ১ঃ৩০ নাগাদ এই জলের ট্যাঙ্ক সম্পূর্ণভাবে ভেঙে পড়ে| ভেঙে পড়ল ১ লক্ষ ৭৫ হাজার গ্যালনের জলের ট্যাঙ্ক | ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় | স্থানীয় বাসিন্দাদের দাবি, এই জলের ট্যাঙ্ক চালু হলে এলাকায় জলের সমস্যা মিটে যাওয়ার কথা ছিল| জলের ট্যাঙ্ক ভেঙে যাওয়ায় কার্যত হতাশ স্থানীয়রা | তবে এই ঘটনায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি বলে দাবি স্থানীয়দের |
Hindustan TV Bangla Bengali News Portal