নিজস্ব সংবাদদাতা, কোচবিহার :- শনিবার ১০ এপ্রিল চতুর্থ দফার ভোট কোচবিহারে | আর ভোটের আগেই রক্ত ঝরল কোচবিহারে | কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার আগেই ৪ নম্বর ওয়ার্ডে যুবকের মৃত্যু ঘিরে ছড়াল তীব্র চাঞ্চল্য | মোটরবাইকে চেপে দুই দুষ্কৃতী এসে ৩২ বছরের প্রাণতোষ সাহাকে গুলি করে পালিয়ে যায়| গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে স্থানীয়রা | জানা গেছে,৪ নম্বর ওয়ার্ডে কামেশ্বরী রোডের শান্তিনগর এলাকায় একটি সোনা-রুপোর গয়নার দোকান রয়েছে প্রাণতোষ সাহার | অন্যান্য দিনের মতোই বুধবার সকালে দোকান খুলছিলেন তিনি|প্রত্যক্ষদর্শীরা জানান, বাইকে দুই যুবক তাঁর দোকানের সামনে এসে দাঁড়ায় | হেলমেট ও মুখে মাস্ক থাকায় দু’জনের কারোরই মুখ দেখতে পাননি স্থানীয়রা| এমনকি প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বাইকে ছিল না কোনও নম্বর প্লেটও | প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, আতর্কিতে বাইক থেকে প্রশান্তকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি চালায় দুষ্কৃতীরা | তিনটি গুলিই প্রশান্তের গায়ে লাগে | ঘটনায় স্তম্ভিত হয়ে যান অনান্য দোকানিরা | দিনেদুপুরে গুলির আওয়াজে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায় | প্রাণতোষকে সঙ্গে সঙ্গে কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন | স্থানীয়দের কথায়,প্রশান্ত এলাকায় নিরীহ ছেলে বলেই পরিচিত ছিলেন| এরপরই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা|
রাস্তায় টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে চলে প্রতিবাদ | পরিস্থিতি সামাল দিতে আসরে নামে পুলিশ | অভিযোগ, সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় বিক্ষোভকারীদের | স্থানীয়দের একাংশের দাবি, ব্যবসায়ী বিজেপি কর্মী ছিলেন | শাসকদলের তরফেই এই কাণ্ড ঘটানো হয়েছে | তৃণমূল আবার পালটা দাবি করে কাঠগড়ায় তুলেছে গেরুয়া শিবিরকেই | তৃণমূল নেতা তথা উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের দাবি, ভোটের মরশুমে কোচবিহারে বারবার অশান্তির ঘটনা ঘটছে|বিজেপিই অশান্তি তৈরির চেষ্টা করছে | এদিনের ঘটনায় এখনও পর্যন্ত কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ | যদিও মূল দুই অভিযুক্ত এখনও পলাতক |