Breaking News

বাড়ছে করোনা, বন্ধ করা হোক ভোট,কমিশন অফিসের সামনে পিপিই কিট পরে রাস্তায় শুয়ে প্রতিবাদ

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- গোটা দেশের পাশাপাশি রাজ্যে দৈনন্দিন হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা | আক্রান্তের সংখ্যা লক্ষ পেরিয়েছে দেশে | এই রাজ্যে তা ২ হাজার পার করেছে | পরিস্থিতিতে রাজ্যে অবিলম্বে বন্ধ করতে হবে নির্বাচন | এই দাবিতে আজ কমিশন অফিসের সামনে ঢিল ছোঁড়া দূরত্বে পিপিই কিট পরে রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ জানাল কয়েকজন | তাঁদের দাবি, লাগামছাড়া করোনা সংক্রমণের এই পরিস্থিতিতে বন্ধ রাখতে হবে নির্বাচন | কমিশনের অফিসের সামনে আজ যারা বিক্ষোভ দেখিয়েছেন, তাদের দাবি সংক্রমণের এই লাগামছাড়া গতির মধ্যে অবিলম্বে বন্ধ হোক ভোট | বন্ধ করে দেওয়া হোক সমস্ত সভা-সমাবেশ | আজ তারা তাদের দাবি আরও জোরালো করার জন্য পিপিই কিট পরে কমিশনার অফিসের সামনের রাস্তায় শুয়ে প্রতিবাদে শামিল হন | একটি অরাজনৈতিক দলের তরফে এই প্রতিবাদ জানানো হয়েছে |

৮ থেকে ১০ জন এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন | তাঁদের স্পষ্ট বক্তব্য, বিশেষজ্ঞরা বলছেন, আগামী ৪ সপ্তাহ খুবই উদ্বেগজনক| রাজ্যেও ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা | ৩ দিনের মধ্যে করোনায় দৈনিক সংক্রমণের সংখ্যা ২০০০ ছাড়িয়ে গিয়েছে | পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যাও | এই পরিস্থিতিতে রাজ্যে ভোট ঘিরে কার্যত ‘উত্‍সব’ চলছে | যেখানে রাশ টানা হয়েছিল একাধিক উত্‍সবে | সেখানে রাজনৈতিক দলগুলি কেন ভোট ঘিরে এত উন্মাদনায় ব্যস্ত? কেন এভাবে মিটিং-মিছিল, সভা-সমাবেশ করছে? প্রশ্ন তুলেছেন তাঁরা | এই মর্মে নির্বাচনে কমিশনে চিঠিও দিয়েছেন প্রতিবাদীরা|প্রসঙ্গত, গত সোমবার হুগলির চুঁচুড়ার সভা থেকে মমতা বন্দোপাধ্যায় বলেছিলেন, করোনার জন্য এখন মাঝপথে ভোট বন্ধের চেষ্টা চলবে না | তিনি কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন কমিশনকে | রাজ্যে ৮ দফায় ভোট করা নিয়ে নির্বাচন কমিশনকে কটাক্ষ করেছে তৃণমূল |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *