Breaking News

স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে মানুষকে ধোকা দিচ্ছে পিসি,ভাইপো। কড়া প্রশ্নে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ ভারতী ঘোষের

নিজেস্ব প্রতিনিধি:- ভোট রাজনীতি নিয়ে ইতিমধ্যেই সরগরম বাংলার রাজনীতি। দফায় দফায় মিটিং মিছিল। কখনো দল বদল তো কখনো ভোল বদল। পাল্লা দিয়ে বাড়ছে ভোটের লড়াই। এরই মধ্যে আজ ফের গর্জে উঠলেন ভারতী ঘোষ। এর আগে চাল চুরি থেকে আমফানের টাকা কোনো কিছু নিয়েই বলতে ছাড়েনি গেরুয়া শিবির। একাধিক বিষয় নিয়ে জননেত্রীকে একাধিক বার বাক্য বানে শানিয়েছেন বিজেপি নেতারা। এবার সেই মতামতকে গুরুত্ব দিয়ে ফের জননেত্রীকে কড়া মন্তব্যে করে এক হাত নিলেন ভারতী ঘোষ।

এদিন স্বাস্থ্যসাথী কার্ডের বিরুদ্ধে তিনি কার্যত ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি জানান, কলকাতার বাঘাযতীনে রেড প্লাস নার্সিং হোমে গিয়েছিলেন শিখারানী সেন কিন্তু পেটের ব্যাথা নিয়ে চিকিৎসা করার পরে তার সামনে আসে আসল তথ্য। স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্তেও তার থেকে কম টাকা নেওয়া হয়নি। বাইশ হাজার টাকা বিল হওয়ায় মহাজনের কাছ থেকে ধার নিয়ে দশ পারসেন্ট সুদে বিল মিটিয়ে তিনি হাসপাতাল থেকে বাড়ি ফেরেন। অন্যদিকে হাসপাতাল জানিয়েছে সরকার তরফে এই খাতে আছে মাত্র ৭৫০ টাকা। এমনকি অন্যদিকে শিলিগুড়িতেও একজন এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সুবিধা পাননি উলটে তার আরো ক্ষতি হয়েছে। তাহলে কোন দিক থেকে বাংলার মানুষ আজ সুরক্ষিত সেই নিয়েও ভাবার বিষয়। অন্যদিকে ভারতী ঘোষ তীব্র ধিক্কার জানান কেন রাজ্যের মানুষকে এরকম মিথ্যে বলছেন জননেত্রী এবং তাঁর ভাইপো? তাঁরা যে কাজ করছেন তা অত্যন্ত নক্কারজনক।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *