Breaking News

‘সিআরপিএফ ঘেরাও’ মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি,মমতাকে কটাক্ষ বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- মমতার সিআরপিএফ ঘেরাও’ মন্তব্যের জের | ফের মমতার বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি | কোচবিহারে মমতা-নিদানের প্রেক্ষিতেই কমিশনে অভিযোগ জানাতে গেল বিজেপি | এদিন সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, “কোনও রাজনৈতিক দল কোনও সামরিক বাহিনী বা আধা সামরিক বাহিনী নিয়ে বিরোধিতা করে, মন্তব্য করে, তাহলে তা সংবিধান বিরোধী | রাষ্ট্রবিরোধী কাজ বলে মনে করি |এই মন্তব্যের কি রাজনৈতিক স্বীকৃতি রয়েছে, সেই প্রশ্নই কমিশনের কাছে রাখছি |” বিজেপি নেতার আরও বক্তব্য, “এই ধরনের মন্তব্য মাওবাদীরা করতে পারে | সামরিক বাহিনী, আধা সামরিকবাহিনী দেশের রক্ষা করে | তাদের আক্রমণ করছেন মমতা! কোন অধিকারে? জনগণ খ্যাপানো মন্তব্য |”প্রসঙ্গত,বুধবার কোচবিহার উত্তর বিধানসভা এলাকায় সভা করেন তৃণমূল সুপ্রিমো | সেখান থেকেই তিনি অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অশান্তি করছেন | মমতা বলেন, “মা বোনেদের বলছি, বাইরে থেকে কেউ এসে যাতে ঝামেলা করতে না পারে | আর সিআরপিএফ এসে যদি ঝামেলা করে, তাহলে ঘেরাও করবেন|”সভামঞ্চ থেকেই তিনি আরও বলেন,“একদল সিআরপিএফকে ঘেরাও করবেন, একদল ভোট দিতে যাবেন | আপনি শুধু ঘেরাও করে রাখেন, তাহলে ভোটটা নষ্ট হবে | এটাই বিজেপির চাল| ঘেরাও ওইভাবে করতে হবে, পরিস্থিতি বুঝে | পাঁচ জন কথা বলবেন, পাঁচ জন ভোট দেবে |”কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘিরে ফেলার কথা বলেই বিপাকে তৃণমূল সুপ্রিমো | বুধবার বিকেলে এই মন্তব্যের কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতারা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *