Breaking News

কলকাতা থেকে ফেরার পথে আক্রান্ত তৃণমূল নেতা গিয়াসউদ্দিন মোল্লার,মাথায় চোট পেয়ে হাসপাতালে নেতা,প্রতিবাদে জ্বলল গাড়ি

বাবলু প্রামাণিক ,দক্ষিণ ২৪ পরগণা :-মগরাহাট পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী গিয়াসউদ্দিন মোল্লার উপরে আক্রমণ এর জেরে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগণার রাজারহাট | জানা গেছে, বুধবার মগরাহাট পশ্চিম বিধানসভার তৃণমূল প্রার্থী গিয়াসুদ্দিন মোল্লা এবং তাঁর ভাই মুজিবর মোল্লা কলকাতা থেকে গাড়িতে করে ফিরছিলেন উস্তির বাড়িতে | উস্তির থানার অন্তর্গত রাজারহাট এলাকায় হঠাৎই তাঁর গাড়ি ঘিরে ধরে দুষ্কৃতীরা বলে অভিযোগ | তাদেরকে গাড়ি ঘিরে ধরে তাঁদের উপর আক্রমণ চালানো হয় বলে অভিযোগ | জানা গেছে,গিয়াসউদ্দিন মোল্লা এবং মুজিবর মোল্লার মাথায় আঘাত লেগেছে | দুজনকেই স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের ভর্তি করা হয়েছে | গিয়াসউদ্দিনকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে | তাঁর অভিযোগ,”বিজেপি এবং আইএসএফ এলাকায় ক্রমাগত সন্ত্রাস ছড়াচ্ছে | আমাদের কর্মীদের উপর আক্রমণ করছে | এই গুন্ডাবাজি কে বা কারা করছে তা জানতে এলাকায় গিয়েছিলাম | আচমকাই আমার উপর লাঠি নিয়ে হামলা চালানো হয় |” গিয়াসউদ্দিনের উপর হামলার অভিযোগ উঠছে বরজাহান শেখ নামে এক বিজেপি নেতার অনুগামীদের বিরুদ্ধে| যদিও অভিযোগ মানতে নারাজ বরজাহান |

গিয়াসউদ্দিন মোল্লা আক্রান্ত হতেই ঘটনার প্রতিবাদে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা | রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় | নিমেষেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে|খবর পেয়ে উস্তি থানা থেকে আসে পুলিশ বাহিনী|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *