নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর :- ভোট বঙ্গে উত্তপ্ত বঙ্গ-রাজনীতি |বিজেপি কর্মীর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরের খেজুরিতে |জানা গেছে,মৃত যুবকের নাম শম্ভু বারুই | শম্ভু খেজুরির ভূপতিনগর এলাকার বাসিন্দা | বৃহস্পতিবার সকালে খেজুরির গড়বাড়ি মন্ডলের নাজিরবাজার এলাকায় রাস্তার পাশে ক্ষেতের মধ্যে তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা | পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বিকালেই শম্ভুর কয়েক জন বন্ধু তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় | তারপর থেকে আর তাঁর সঙ্গে যোগাযোগ করলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি| রাতেই পরিবারের সদস্যরা সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করেও তাঁকে খুঁজে পাননি |
বৃহস্পতিবার সকালে রাস্তার ধারে তাঁর দেহ পড়ে থাকার খবর পান প্রতিবেশীদের থেকেই | তবে শম্ভুর ঘনিষ্ঠরাই বলছে, এই খুনের পিছনে কোনও রাজনৈতিক কারণ নেই| স্থানীয় সূত্রে খবর, পাড়ার পুজোকে কেন্দ্র করে কয়েক জনের সঙ্গে একটু সমস্যা তৈরি হয়েছিল শম্ভুর | খুনের পিছনে সেই কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ | ঘটনার তদন্তে নেমেছে খেজুরি থানার পুলিশ |