Breaking News

কোচবিহারে দিলীপ ঘোষের উপর হামলার ঘটনায় কড়া কমিশন,১৬ জন গ্রেফতার ,২৪ ঘন্টার মধ্যে রিপোর্ট তলব কমিশনের

দেবরীনা মণ্ডল সাহা :- বুধবার কোচবিহারের শীতলকুচি থেকে সভা করে ফেরার সময় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ে হামলার ঘটনায় কড়া নির্বাচন কমিশন| ইতিমধ্যেই ঘটনায় জড়িত সন্দেহে কমপক্ষে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ | এই ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে প্রশাসনের তরফ থেকে | জেলা প্রশাসনকে ২৪ ঘন্টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে | গাড়ি ভাঙচুর এবং বোমাবাজির অভিযোগে এখনও উত্তপ্ত শীতলকুচি | বুধবার শীতলকুচিতে সভা করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ | সেই সভা সেরে বেরনোর সময় দিলীপের কনভয় লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ|তাঁর কনভয় লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ |

দিলীপের অভিযোগ, তাঁর গাড়িতেও দুটি বোমা পড়েছে | শুধু তাই নয়, আধলা ইট মেরে তাঁর গাড়ির কাঁচ ভাঙা হয়েছে | তাঁর নিজের গায়েও ইটের আঘাত লেগেছে | কনভয়ের অন্য গাড়িতেও বোমা পড়েছে বলেও দাবি করেন রাজ্য বিজেপির সভাপতি | ঘটনাকে কেন্দ্র করে রাতেই তোলপাড় শুরু হয় | এদিন পরিস্থিতি এমন পর্যায় পৌঁছায় যে গাড়ির মধ্যেই কোনওভাবে হেলমেট পড়ে প্রাণ বাঁচান বিজেপির রাজ্য সভাপতি| তিনি গাড়ি থেকে নেমে একটি বাড়িতে ঢুকে যান| জানা যাচ্ছে, এদিনের হামলায় বাঁ হাতে চোট পেয়েছেন দিলীপবাবু | বোমাবাজির অভিযোগও উঠেছে তৃণমূলের বিরুদ্ধে| যদিও সেই অভিযোগ অবশ্য অস্বীকার করেছে শাসক দল | এই ঘটনার পর দিলীপ ঘোষ বলেন, ‘আমার ওপর এই ধরনের হামলা অনেকবার হয়েছে | কিন্তু নির্বাচনীবিধি চালু হওয়ার পর এই প্রথম এই ধরনের হামলা হল | দুষ্কৃতীরা তৃণমূলের ঝাণ্ডা ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়েছে | এ যেন তালিবানি শাসন চলছে |’ বিজেপি সূত্রের খবর, এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় দলের রাজ্য দফতর মুরলিধর সেন লেন থেকে প্রতিবাদ মিছিল বের হবে | বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের নেতৃত্বে সেই মিছিল আয়োজিত করা হবে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *