প্রসেনজিৎ ধর :-১৯ শে জানুয়ারি বিজেপিতে আসার পর থেকেই গেরুয়া শিবিরের ব্যানারে একের পর এক সভায় শাসক দলকে তীর বিদ্ধ করছেন শুভেন্দু অধিকারী | শনিবার ফের বিস্ফোরক শুভেন্দু অধিকারী | “আমফানের টাকা চোর, লকডাউনের চাল চোর, এইবার বিধানসভায় ১৪৮ পেলে কিডনি চুরি হবে, সাবধান এখন থেকেই ” শনিবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলকে এইভাবেই বিঁধলেন শুভেন্দু অধিকারী | স্বাস্থ্যসাথীর নামে “ঢপের চপ কেন” বলে এদিনের সভা মঞ্চ থেকে কটাক্ষ করেন সদ্য বিজেপিতে যোগদান করা শুভেন্দু অধিকারী | রাজনৈতিক সভা করেই তৃণমূলের ২০০০ কোটি টাকার বেশি চলে গেছে বলেও এদিন মন্তব্য করেন শুভেন্দু|
তাঁর অভিযোগ “প্রশাসনিক সভার নামে বক্তৃতা করা, প্রধানমন্ত্রীকে তুইতোকারি করা, নাড্ডাজিকে হাড্ডা, নাড্ডা, গাড্ডা, চাড্ডা করা, এই করতেই ২০০০ কোটি টাকা শেষ হয়ে গেছে” | এদিন তিনি তৃণমূল সুপ্রিমোকে একহাত নিয়ে বলেন এত বর মিথ্যাবাদীর সরকার, তোলাবাজ ভাইপোকে তৃণমূল আমদানি করেছে | এদিন তৃণমূল নেতা জাহাঙ্গীর খানকেও একহাত নিলেন শুভেন্দু অধিকারী |তাঁর অভিযোগ জাহাঙ্গীর খান বলেছেন শুভেন্দু যদি এক বাপের বেটা হন তাহলে আঞ্চলিক দল করল না কেন | এদিন তাঁর পাল্টা জবাব দিলেন শুভেন্দু | তিনি বলেন পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছি অমিত শাহের হাত ধরে | এদিনের মঞ্চ থেকে জয় জয় শ্রীরাম ধ্বনিও তোলেন তিনি| শনিবার চন্দ্রকোনার খেজুরডাঙায় বিজেপির সভায় তিনি শাসক দলকে একহাত নিলেন | চন্দ্রকোনায় পাল্টা সভা করবে তৃণমূলও | সেখানে বিজেপির থেকে অন্তত তিনগুণ বেশি জমায়েত হবে বলে তৃণমূলের দাবি| দু’-একদিনের মধ্যেই ওই সভার দিনক্ষণ ঘোষণা করবে তৃণমূল।