রজত সেন, নদিয়া :- ভোটের আবহে উত্তপ্ত বাংলা | এইবার
সরকারি জায়গায় থাকা বিজেপির ব্যানার, ফ্লেক্স খুলতে গিয়ে আক্রান্ত সরকারি কর্মী বলে অভিযোগ |বিজেপির কর্মীদের হাতে আক্রান্ত হয়েছেন ২ জন সরকারি কর্মী বলে অভিযোগ | জানা গেছে,বুধবার রাত্রে এই ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালি এলাকায়|
বুধবার রাতে হাঁসখালিতে সরকারি জায়গায় থাকা বিজেপির ব্যানার, ফ্লেক্স খুলতে গিয়ে আক্রান্ত হয় সরকারি কর্মী বলে অভিযোগ | শুধু তাই নয়, গাড়ি আটকে লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ|এমনকি নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের গাড়িও ভাঙচুর করা হয় বলেও অভিযোগ | এই ঘটনায় ২ জন সরকারি কর্মী আক্রান্ত হয়েছে বলে জানা গেছে | আক্রান্তদের চিকিৎসার জন্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে| ঘটনায় অভিযোগের তীর বিজেপির দিকে | যদিও বিজেপি প্রার্থী আশিস কুমার বিশ্বাস জানিয়েছেন, মারধরের ঘটনায় যুক্ত নয় বিজেপি | অন্যদিকে এই ঘটনার জন্য বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস | এই বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে | ঘটনার তদন্তে নেমেছে পুলিশ|