Breaking News

পানীয় জলের নলকূপে বিষ ঢালার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে,রায়দিঘির রানাঘাটের ঘটনা,অসুস্থরা হাসপাতালে চিকিৎসাধীন,ঘটনার তদন্তে পুলিশ

বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :- ভোটের মরশুমে এবার নলকূপে বিষ দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়াল | ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার রায়দিঘির মথুরাপুর থানা এলাকার রানাঘাটে গ্রামে | সেই নলকূপের জল পান করে অসুস্থ ৩ জন | ঘটনায় সংযুক্ত মোর্চার অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে | গ্রামে পানীয় জলের জন্য ৬ টি নলকূপ রয়েছে। সেই নলকূপেই বিষ ঢালার অভিযোগ উঠেছে | জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্থানীয় মানুষ জল নিতে যায় স্থানীয় নলকূপে | সেখানেই বিষের বোতল পড়ে থাকতে দেখে তাঁরা |তাতেই সন্দেহ হয় গ্রামবাসীদের | এমনকি জলে অদ্ভুত একটা গন্ধও পায় তাঁরা | কিন্তু ততক্ষণে বিষয়টি বুঝে ওঠার আগেই জল পান করে ফেলে অনেকে | বর্তমানে তারা মুথরাপির হাসপাতালে ভর্তি | ঘটনায় বৃহস্পতিবার রায়দিঘি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় বাসিন্দারা | কে বা কারা কেন বিষ মিশিয়েছে তা জানতে চায় তাঁরা | তাঁদের দাবি,অবিলম্বে গ্রাম জুড়ে যে পানীয় জলের সমস্যা তৈরি হয়েছে তার সমাধানের দাবি জানিয়েছে এলাকাবাসীরা | ঘটনায় উত্তপ্ত গোটা এলাকা | খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস | পরিস্থিতি খতিয়ে দেখা হয়, চলে জিজ্ঞাসাবাদও | কলগুলিকে সিল করে রাখা হয়েছে | ঘটনায় সংযুক্ত মোর্চার অভিযোগ করেছে তৃণমূলের দিকে | এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেস জানিয়েছে, পানীয় জলে বিষ দিয়ে মানুষকে মারার মতো ঘৃণ্য কাজ তাঁরা করে না | ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে পুলিশ|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *