Breaking News

বীরভূমের আমোদপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে বৈঠক চলাকালীন হামলার অভিযোগ, কাঠগড়ায় বিজেপি,অভিযোগ অস্বীকার শাসক দলের

সুবীর কর, বীরভূম :- বীরভূমে ২৯ এপ্রিল অষ্টম দফায় নির্বাচন | তার আগে রাজনৈতিক অশান্তিতে উত্তপ্ত হল বীরভূম | তৃণমূলের কার্যালয়ে হামলার ঘটনায় উত্তেজনা বীরভূমের আমোদপুর | অভিযোগ, দলীয় কার্যালয়ের সামনে রাখা বাইক, টোটোও ভাঙচুর করা হয় | অভিযোগ বিজেপির বিরুদ্ধে | খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ | জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলার ঘটনায় রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের আমোদপুরের সাংরা পঞ্চায়েত এলাকা| সূত্রের খবর, তৃণমূলের দলীয় কার্যালয়ে বৈঠক চলাকালীন হামলা চালানো হয় বলে অভিযোগ | তৃণমূলের অভিযোগ এদিন প্রায় ১০০ বিজেপি সর্মথক বাঁশ, লাঠি নিয়ে এসে সাংড়া গ্রামে তৃণমূল কার্যালয়ে আক্রমণ চালায়|

এমনকি তাদের আঘাতে ৩ জন তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে খবর | এই সময়ে ভিতরে স্থানীয় তৃণমূল নেতারা বৈঠক করছিলেন | তার মাঝেই এভাবে আক্রমণের মুখে পড়ায় প্রতিরোধ করার সুযোগ পাননি কেউ | অভিযোগের কাঠগড়ায় বিজেপি |খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ | দু’পক্ষের সংঘর্ষ থামাতে রীতিমতো হিমশিম খেতে হয় তাঁদের | যদিও অভিযোগের কথা অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *