Breaking News

বিজেপি ক্ষমতায় এলে মেয়েদের স্কুলের বাইরে তৈরি হবে ‘অ্যান্টি রোমিও স্কোয়াড’, বৈদ্যবাটির সভা থেকে হুঙ্কার যোগী আদিত্যনাথ-এর

প্রসেনজিৎ ধর, হুগলি :- বিজেপি ক্ষমতায় এলে গড়া হবে ‘অ্যান্টি রোমিও স্কোয়াড’| বৃহস্পতিবার চাঁপদানির বিজেপি প্রার্থী দিলীপ সিংহের সমর্থনে বৈদ্যবাটির ডিএস পার্ক মাঠে সভা থেকে এমনটাই বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ | এই সভা থেকে বিজেপি বাংলায় ক্ষমতায় এলে কী কী করবে? তার একটা রূপরেখাও বেঁধেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী | চাঁপদানির সভায় যোগী বলেন, “বাংলা থেকে ভ্রষ্টাচার শেষ হবে | আইন জারি হবে | বিজেপি ক্ষমতায় এলে কেজি থেকে পিজি পর্যন্ত শিক্ষা বিনামূল্যে হবে|| পাবলিক ট্রান্সপোর্টেও বিনামূল্যে যাতায়াত করতে পারবেন |” এরপরই যোগীর ঘোষণা, “মেয়েদের স্কুলের আশেপাশে ঘুরে বেড়ানো রোমিওদের জন্য অ্যান্টি রোমিও স্কোয়াড তৈরি করে দেওয়া হবে |”

এই বিতর্কিত কথা তুলে ধরার পরই জনসভা থেকে বিজেপি সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরেন যোগী আদিত্যনাথ বলেন, ‘বিজেপি যা বলে, তাই করে |’ রাম মন্দির নির্মাণ থেকে কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের প্রসঙ্গ তুলে এনে তিনি বলেছেন, ‘তৃণমূল-সহ অন্য দল রামমন্দিরের বিরোধিতা করে এসেছেন| কিন্তু মোদীজি রাম মন্দির তৈরি করে দেখিয়েছেন |’কাশ্মীরে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করানোর প্রতিশ্রুতি মোদী-শাহের সরকার পালন করেছে বলেও দাবি তাঁর | এর আগে মালদহের সভায় দাঁড়িয়ে যোগী ঘোষণা করে গিয়েছিলেন, “ক্ষমতায় এলে বাংলায় লভ জিহাদ আইন তৈরি করা হবে |” যোগী আবারও দিয়ে গেলেন রোমিও-দাওয়াই |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *