দেবরীনা মণ্ডল সাহা :- বালিগঞ্জে সিগন্যালিংয়ের সমস্যার জেরে শুক্রবার সকালের ব্যস্ত সময়ে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয় | তবে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে ট্রেন চলাচল | জানা গেছে, শুক্রবার সকাল ৭টা ৫০ নাগাদ বালিগঞ্জে সিগন্যালিংয়ের সমস্যার জেরে আপ এবং ডাউন দুই দিকেই ট্রেন চলাচল ব্যাহত হয়| বালিগঞ্জ লাইনে সিগন্যালের সমস্যার কারণেই ব্যাহত হয় শিয়ালদহগামী ট্রেন চলাচল| সোনারপুর, বারুইপুর, ক্যানিং, ডায়মন্ডহারবার, কাকদ্বীপ, নামখানা লাইনে কোনও লোকাল ট্রেনই চলে না | সাতসকালে অফিসটাইমে চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা |
শিয়ালদহ দক্ষিণ শাখায় দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে | ফলে সমস্যায় পড়েছেন যাত্রীরা | এক যাত্রী জানান, “আমি প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে রয়েছি | অটো বা বাসও পেলাম না | খুব সমস্যায় পড়েছি |” দ্রুত সমাধানের চেষ্টা চলে রেলের তরফে | ব্যস্ত সময়ে চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা |