Breaking News

আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের দেওয়াল লিখনের উপর গোবর দিয়ে লেপা, অভিযোগের তীর তৃণমূলের দিকে

সৌমিত্র গাঙ্গুলি, আসানসোল :- বঙ্গে নির্বাচন চলছে | রাজনৈতিক সংঘর্ষ, দেওয়াল লিখনকে ঘিরে উত্তপ্ত হচ্ছে বাংলা | শুক্রবার আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের দেওয়াল লিখনের উপর গোবর দিয়ে লেপাকে ঘিরে উত্তপ্ত হল আসানসোলের পুরুষোত্তমপুর এলাকা| জানা গেছে, শুক্রবার সকালে প্রচারে বেরোন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল | এদিন আসানসোলের পুরুষোত্তমপুর এলাকায় প্রচার করতে গিয়ে তিনি হঠাৎ দেখতে পান তাঁর নামের প্রচারের দেওয়াল লিখনের একটি দেওয়ালে তার নামের উপরে গোবর দিয়ে লেপে দেয়া হয়েছে | এই ঘটনায় সরাসরি শাসক দলকে কাঠগড়ায় তুলেছেন বিজেপি প্রার্থী |

অগ্নিমিত্রা পালের অভিযোগ, রাতের অন্ধকারে এই কাজ করেছে তৃণমূল কংগ্রেস | যদিও স্থানীয় তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে | প্রসঙ্গত, আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে অভিনেত্রী সায়নী ঘোষকে ফ্যাশন ডিজাইনার তথা বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পালের বিপরীতে দাঁড় করানো হয়েছে | অন্যদিকে এই কেন্দ্রে সংযুক্ত মোর্চা প্রার্থী সিপিএমের প্রশান্ত ঘোষ | আগামী ২৬ এপ্রিল সোমবার সপ্তম দফায় ভোট রয়েছে আসানসোল দক্ষিণ কেন্দ্রে | এই আসনে কে জেতে তার উত্তর মিলবে ২ রা মে ভোটবাক্সে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *