প্রসেনজিৎ ধর, হুগলি :- ভোটের মরসুমে রাজনৈতিক অশান্তিতে উত্তপ্ত বাংলা | এবার হুগলি জেলার উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের ছবিতে হাওয়াই চটি লাগিয়ে দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো কোন্নগরের জোড়াপুকুর এলাকা | আগামীকাল চতুর্থ দফায় নির্বাচন হুগলির উত্তরপাড়ায় | আর উত্তরপাড়ায় ভোটের আগের দিনই উত্তরপাড়ার বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের ছবি লাগানো ফ্লেক্সে হাওয়াই চটি লাগিয়ে দেওয়া হয়েছে |
বিজেপির তরফে অভিযোগ ভোটের সময় এলাকায় উত্তেজনা ছড়াতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে | অন্যদিকে, তৃণমূলের দাবি এটা তৃণমূলের কাজ নয় | তাঁর কথায় কোন্নগরে বিজেপির প্রার্থীকে নিয়ে বিজেপির অন্দরের ক্ষোভ সকলের জানা| তাই এটা এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দের ফলেই হয়েছে | নির্বাচনের আগের দিন খোদ বিজেপি প্রার্থীর ছবিতে চটি লাগানোর ঘটনায় উত্তেজনা রয়েছে এলাকায় | ঘটনার তদন্তে নেমেছে পুলিশ| কে বা কারা এই ঘটনা ঘটাল তার খোঁজ চালাচ্ছে পুলিশ |