সুবীর কর,বীরভূম :- নির্বাচন আবহে বৃহস্পতিবারের পর শুক্রবার ফের উত্তেজনা ছড়াল আমোদপুরের সাংড়ায় | এবার দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে তুলকালাম এলাকা | অষ্টম দফায় ২৯ শে এপ্রিল বীরভূমের ১১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ | কিন্তু ভোট আবহে জেলাজুড়ে হিংসার ছবি ক্রমশ বাড়ছে| বৃহস্পতিবারও বীরভূমের আমোদপুরের এই সাংড়া গ্রামে উত্তেজনা ছড়ায় | তৃণমূল কার্যালয় ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে। এরপরই শুক্রবার সকালে ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা | এ দিন সাংড়ার নানুবাজার গ্রামে বিজেপি কর্মীদের ধরে মারধর ও বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে | অভিযোগ, এখানেই দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে ধুন্ধুমার বাধে বিজেপি ও তৃণমূলের মধ্যে | বিজেপির অভিযোগ, এলাকায় দলীয় পতাকা টাঙানোর সময় একদল মদ্যপ যুবক এসে তাদের কর্মীদের উপর চড়াও হন বলে অভিযোগ | তারপর হাতাহাতি শুরু হয়, যা মুহূর্তে মারামারিতে পৌঁছয় বলে অভিযোগ | বিজেপির অভিযোগ, দলীয় মহিলা কর্মীদেরও মারধর করা হয়েছে | হামলাকারীরা তৃণমূলের লোক বলেই দাবি বিজেপির| যদিও তৃণমূলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে | পাল্টা তৃণমূলের দাবি, এলাকায় অশান্তি ছড়াতে বিজেপি এই ধরনের পরিস্থিতি তৈরি করছে | পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় সাঁইথিয়া থানার বিশাল পুলিশ বাহিনী |