সুবীর কর, বীরভূম :- বোমা বাঁধতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা | ভোটের মরশুমে বোমের আঘাতে হাত উড়ল যুবকের | বীরভূম দুবরাজপুর থানার লোবা গ্রাম পঞ্চায়েত এলাকার আমুরি গ্রামের মাল পাড়ায় এই ঘটনা | জানা গিয়েছে, বীরভূমের দুবরাজপুরের লোবা গ্রামের বাসিন্দা শেখ ইয়াসিন নামে ওই যুবক বৃহস্পতিবার সন্ধেয় বাড়িতেই ছিলেন | পরিবারের দাবি, রাতের দিকে দুই যুবক তাঁকে ডেকে নিয়ে যায় | এরপর আর বাড়ি ফেরেননি তিনি | পরিবারের সদস্যরা এলাকায় খোঁজ খবর করলেও হদিশ মেলেনি তাঁর | পরে শুক্রবার সকালে বাড়ির কিছুটা দূরে রক্তাক্ত অবস্থায় মেলে ওই যুবককে | তড়িঘড়ি থানায় খবর দেয় স্থানীয়রা | পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত যুবককে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে| বর্তমানে ওই যুবক সিউড়ি হাসপাতালে চিকিৎসাধীন | পুলিশ সূত্রে জানা গেছে , রাতে বোমা বাঁধার জন্য অজয় নদের চড়ে বাঁশবাগানে জড়ো হয়েছিলেন বেশ কয়েকজন | সেখানেই ছিলেন ওই যুবক | সেখানেই বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে ২টি হাত উড়ে যায় শেখ ইয়াসিনের | অবস্থা বেগতিক দেখে তার সঙ্গীরা আমুরি গ্রামের মাল পাড়াতে ইট ভাটার কাছে বাঁশঝাড়ের নির্জন জায়গায় তাঁকে ফেলে দিয়ে পালিয়ে যায় | তবে তাঁর সঙ্গে আর কে বা কারা ছিল, তা এখনও জানা যায়নি| খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছিয়ে পুরো এলাকা ঘুরে দেখেন পুলিশ | সেখানে বোমা বাঁধার সামগ্রী ছড়িয়ে ছিল | দুবরাজপুর থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। খোঁজ চলছে শেখ ইয়াসিনের সঙ্গীদের| কীসের জন্য বোমা বাঁধা হচ্ছিল, কাদের জন্য কাজ করছিলেন শেখ ইয়াসিনরা, এই সব বিষয়ে খতিয়ে দেখছে দুবরাজপুর থানার পুলিশ | ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় |