Breaking News

‘যতক্ষণ সিআরপিএফ বিজেপির হয়ে কাজ করবে, ততক্ষণ বলব’, কমিশনের নোটিস পেয়েও মন্তব্যে অনড় মমতা

দেবরীনা মণ্ডল সাহা :- কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে মন্তব্যের জেরে মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন | ইতিমধ্যেই বাহিনী নিয়ে মন্তব্য ‘দুর্ভাগ্যজনক’ উল্লেখ করে মমতাকে নোটিস পাঠিয়েছে কমিশন | দ্রুতই বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে | কিন্তু তা সত্ত্বেও বাহিনী নিয়ে নিজের অবস্থান থেকে একবিন্দুও সরলেন না তৃণমূল সুপ্রিমো | শুক্রবার জামালপুরের সভা থেকে ফের জওয়ানদের কটাক্ষ করলেন তিনি| নিশানা করলেন কমিশনকেও |

এদিন তাঁর কথায়,’কেন্দ্রীয় বাহিনী নিয়ে ততক্ষণ বলব যতক্ষণ তারা বিজেপি করবে | অমিত শাহের নির্দেশে চলছে সিআরপিএফ |’ শুক্রবার বর্ধমানের জামালপুরে সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | সেখান থেকে বিজেপি, কমিশন ও সিআরপিএফ-কে তুলোধোনা করে তৃণমূল নেত্রী বলেন,’প্রতিদিন বিজেপি যা বলছে তাই করছেন | বিজেপি কে আপনাদের? কে? আপনারা তিনটে লোক মিলে যা ইচ্ছে তাই করবেন! সিআরপিএফ, সিআইএসএফ নিয়ে ততক্ষণ বলব, যতক্ষণ তারা বিজেপি করবে | তারা বিজেপি না করলে আমি স্যালুট করব | মনে রাখবেন জওয়ানদের সম্মান করি | কিন্তু অমিত শাহের নির্দেশে এরা কাজ করছে | অমিত শাহকে সম্মান করি না | চোখগুলি দেখলেই মনে হয় দাঙ্গা করে খেতে আসছে|’ এরপরই কমিশনকে তোপ দেগে বলেন, “প্রধানমন্ত্রী অনেক কিছু বলেন | অমিত শাহ অনেক আপত্তিকর কথা বললেও নির্বাচনী বিধিভঙ্গ হয় না | কিন্তু মমতা কিছু বললেই বিধিভঙ্গ | আগেও অনেকবার শোকজ করা হয়েছে | লাভ নেই|” তাঁর অভিযোগ, “তৃণমূলের প্রতি অবিচার করা হচ্ছে|”এরপরই চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন, “বিজেপি একটা ভোটও পাবে না | বিপুল ভোট পেয়ে ফের সরকার গড়বে তৃণমূল |”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *