Breaking News

‘তৃণমূল সরকারের বিরুদ্ধে মানুষের রাগ বেরিয়ে আসছে’,পার্নোর ভোটপ্রচারে বললেন মিঠুন চক্রবর্তী

প্রসেনজিৎ ধর, কলকাতা :- কাল চতুর্থ দফার নির্বাচন | তার আগে শুক্রবার বরাহনগরে বিজেপির তারকা প্রার্থী পার্নো মিত্রের সমর্থনে রোড শোতে যোগ দিয়েই তৃণমূলকে তুলোধনা মহাগুরু মিঠুন চক্রবর্তীর | রাজ্যের শাসকদল ‘তৃণমূল নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে মানুষের রাগ বেরিয়ে আসছে’ | এদিন রোড শোয়ে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন মহাগুরু | এদিন রোড শো করলেন সিঁথির মোড় থেকে ডানলপ পর্যন্ত | এর আগে একাধিকবার বরানগর বিধানসভা কেন্দ্রের নানান এলাকায় ভোট প্রচার করেছেন পার্নো | তবে এদিনের তাঁর রোড শো-য়ে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো |

এই কেন্দ্রে তাঁর প্রতিপক্ষ তৃণমূলের প্রার্থী তাপস রায় | শক্তিশালী এই প্রতিপক্ষকে হারাতে কোনও কসুর করছেন না বিজেপি তারকা প্রার্থী |এদিন পার্নোর সঙ্গে মিঠুন চক্রবর্তীর উপস্থিতিতে বেশ উচ্ছ্বসিত হন বরানগরবাসী | ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপি জয়ী হওয়ার পর গেরুয়া শিবিরে যোগ দেন অভিনেত্রী পার্নো মিত্র | এদিনও তাঁকে নিজের চেনা মেজাজেই দেখা গেল | এদিন তাঁর পরনে ছিল সাদা কুর্তি, গলায় গেরুয়া ওড়না | করজোড়ে সকলের কাছে ভোট প্রার্থনা করতে দেখা যায় তারকা প্রার্থীকে | আগামী ১৭ই এপ্রিল ভোট রয়েছে এই কেন্দ্রে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *