বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :- দক্ষিণ ২৪ পরগণার
বারুইপুরের পরিত্যক্ত বাড়ি থেকে ১২টি তাজা বোমা উদ্ধার | বারুইপুরের উপস্বাস্থ্য কেন্দ্রের পাশে এক পরিত্যক্ত বাড়ির ভিতর থেকে বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়াল এলাকায় | শুক্রবার সকালে এই ঘটনাটি ঘটেছে বারুইপুর পূর্ব বিধানসভার বৃন্দাখালি গ্রাম পঞ্চায়েতের পারুলদহ এলাকায় | শুক্রবার এলাকার স্থানীয় মানুষ পরিত্যক্ত বাড়ির ভিতর সন্দেহজনক ভাবে ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় | খবর দেওয়া হয় পুলিশে | বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি ব্যাগ থেকে ১২টি তাজা বোমা উদ্ধার করে|
খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকেও | তাঁরা ঘটনাস্থলে গিয়ে বোমা নিষ্ক্রিয় করে | এই বিষয়ে এলাকার প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য সনৎ মাইতি বলেন,গ্রামে এই ঘটনা আগে ঘটেনি | আমাদের ধারণা গ্রামের বদনাম করার জন্য রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য দুষ্কৃতীরা বোমা মজুত রেখে এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে | কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ | এই ঘটনায় সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক ছড়ায় | এলাকায় পুলিশ মোতায়েন করা হয় |