Breaking News

চতুর্থ দফার ভোটের আগে অপসারিত মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নিরাপত্তা আধিকারিক অশোক চক্রবর্তী

প্রসেনজিৎ ধর :- বাংলায় চতুর্থ দফা ভোটের কয়েক ঘন্টা আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আধিকারিক অশোক চক্রবর্তীকে সরিয়ে দিল নির্বাচন কমিশন | শুক্রবার এ বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে | মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আধিকারিক অশোক চক্রবর্তীকে কেন সরিয়ে দেওয়া হল, তা নিয়ে কোনও ব্যাখ্যা দেয়নি কমিশন | তবে এই অপসারণের নেপথ্যে নন্দীগ্রাম-কাণ্ড রয়েছে বলেই মনে করা হচ্ছে | রেলমন্ত্রী থাকার সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছেন অশোক চক্রবর্তী | রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফের প্রাক্তন কমান্ড্যান্ট ছিলেন তিনি | মুখ্যমন্ত্রী হওয়ার পরও এই বিশ্বস্ত আধিকারিককে নিজের নিরাপত্তায় বহাল করেন মমতা বন্দ্যোপাধ্যায় | সেই থেকে ১০ বছর তিনি মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আধিকারিক হিসেবে দায়িত্ব পালন করছেন | সূত্রের খবর, নন্দীগ্রাম-কাণ্ডের জেরে সরানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আধিকারিককে | গত ১০ মার্চ নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে ভোট প্রচারে গিয়ে পায়ে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায় | সেই ঘটনায় মুখ্যমন্ত্রী নিজে ষড়যন্ত্রের অভিযোগ করেন | নির্বাচন কমিশন রিপোর্ট চেয়ে পাঠায় | বিশেষ পুলিশ পর্যবেক্ষক রিপোর্ট পাঠিয়েছিল মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতি ছিল| সব দিক খতিয়ে দেখার পর অশোকের বিরুদ্ধে পদক্ষেপ করল নির্বাচন কমিশন | প্রসঙ্গত, এর আগে রাজ্যের নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায় এবং পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে পদ থেকে অপসরণ এবং সাসপেন্ড করা হয় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *