নিজেস্ব সংবাদদাতা, কোচবিহার :- চতুর্থ দফার ভোট গ্রহণের দিনেই রণক্ষেত্র কোচবিহারের শীতলকুচির পাঠানটুলি | শীতলকুচিতে ভোটের লাইনে দাঁড়াতে গিয়ে মৃত্যু হল এক কিশোরের | ১৮ বছরের ওই কিশোরের প্রথম ভোট ছিল এবার | তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছে মৃত কিশোরের পরিবার | যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে | এই ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে | মৃত ওই কিশোরের নাম আনন্দ বর্মণ | ওই কিশোর এবং তাঁর পরিবারের লোকজন বিজেপি-র সমর্থক বলে জানা গেছে | জানা গেছে, পাঠানটুলি শালবাড়ির ২৮৫ নম্বর বুথে সকাল সকাল ভোট দিতে গিয়েছিল ওই যুবক | সবে ভোটের লাইনে দাঁড়িয়েছে | সেই সময় আচমকাই তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে ঝামেলা বাধে | এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দু’পক্ষই | প্রাণ বাঁচাতে লাইন ভেঙে ছুটতে শুরু করেন| সেই সময় পিছনে থাকা আনন্দের পিঠে গুলি লাগে | গুলিবিদ্ধ অবস্থায় তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে | কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা | গোটা ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই আঙুল তুলেছে আনন্দের পরিবার | স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেছেন, এই ঘটনা বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্বেরই ফল | এই দোষারোপ, পাল্টা দোষারোপের মধ্যেই পরিস্থিতি সামাল দিতে এলাকায় ব়্যাফ নামানো হয় | ঘটনার পর বেআইনি জমায়েত সরাতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ | কোচবিহারের পাঠানপুলিতে গুলি চালানোর ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন | কী কারণে ঘটনা ঘটেছে,নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল তার বিস্তারিত রিপোর্ট জানতে চাওয়া হয়েছে |