Breaking News

চুঁচুড়ায় আক্রান্ত লকেট চট্টোপাধ্যায়,বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর,অভিযোগের তীর তৃণমূলের দিকে,অভিযোগ অস্বীকার শাসক দলের

প্রসেনজিৎ ধর, হুগলি :- চুঁচুড়া কেন্দ্রে আক্রান্ত বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় | ভাঙচুর করা হয়েছে বিজেপি প্রার্থীর গাড়ি বলে অভিযোগ | এমনকি তাঁকে লক্ষ্য করে তৃণমূলের কর্মীরা ইট-পাথর ছুড়েছে বলেও অভিযোগ করেছেন লকেট | হাতে চোটও পেয়েছে প্রার্থী | যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল| ছাপ্পা ভোটের অভিযোগ এনে চুঁচুড়ায় পুনর্নির্বাচনের দাবিও জানান লকেট | চুঁচুড়া বিধানসভার ৬৬ নং বুথের ঘটনা| লকেটের অভিযোগ, ওই বুথে তৃণমূলের মহিলা কর্মীরা ছাপ্পা ভোট দিচ্ছিলেন বলে খবর পেয়ে দ্রুত বুথে পৌঁছে যান তিনি | সেখানে ইভিএমের পাশে দাঁড়িয়েছিলেন তৃণমূলের এক মহিলা কর্মী | এমনকী তাঁকে ও তাঁর দলের কর্মীদের লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয় বলেও অভিযোগ করেন লকেট | পাল্টা তৃণমূল বলেছে, লকেট ওই বুথে ঢুকে প্রার্থীদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন বলেই স্থানীয় বাসিন্দারা বাধা দেন তাঁকে |

লকেট বলেছেন, ‘‘বুথটি সংখ্যালঘু অধ্যুষিত | সকালেই খবর পেয়েছিলাম ওখানে ছাপ্পা ভোট চলছে | পৌঁছে দেখি এক সংখ্যালঘু মহিলা বুথে ইভিএমের পাশে দাঁড়িয়ে আছেন |’’ লকেট জানিয়েছেন, ওই মহিলাকে প্রশ্ন করলে তিনি জানান, কোভি়ড টিমের সদস্য | এমনকি ওই মহিলা ‘কোভিড ম্যানেজমেন্ট টিম’ লেখা একটি পরিচয় পত্রও দেখান লকেটকে| লকেটর কথায়, ‘‘এমন কোনও টিম ইভিএমের পাশে রাখার খবর ছিল না | আমি ওই পরিচয় পত্র এবং মহিলার মুখ সংবাদমাধ্যমের ক্যামেরায় দেখাতেই বুথে আমাকে ঘেরাও করে ফেলে তৃণমূলের কর্মী-সমর্থকরা |’’ পরে তাঁর গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ হামলায় হাতে আঘাত লাগে বলে অভিযোগ করেন লকেট | বলেন, ‘‘একজন সাংসদকে ওরা ইট ছুড়ছে। সাংসদের গাড়ি ভাঙছে | তা হলে সাধারণ মানুষের কী হবে?’’ এই ঘটনায় পরেই পাঁচ জনকে আটক করেছে পুলিশ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *