দেবরীনা মণ্ডল সাহা :- চতুর্থ দফার ভোট চলকালীন কসবার বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খান অভিযোগ করেন কসবা এলাকার একাধিক বুথে বিজেপির এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না | এমনকি কসবার ৬৬ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর সাথে তাঁর রীতিমত তুমুল বচসা বেঁধে যায় | চতুর্থ দফার ভোট শুরু হতেই সকাল থেকে বেশ কিছু জায়গা থেকেই আসছে বিক্ষিপ্ত অশান্তির খবর | কসবার বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খান ভোট শুরুর পর থেকেই বিভিন্ন বুথে ঘুরে বেড়াচ্ছেন | তাঁর বক্তব্য কসবা এলাকার একাধিক বুথে বিজেপির এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না | বুথের সামনে জমায়েত করে রাখছেন তৃণমূলের সমর্থকরা বলেও অভিযোগ করেন তিনি | তাঁর অভিযোগ বুথের ১০০ মিটারের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর সামনেই কী করে এতো মানুষ দাঁড়িয়ে থাকছেন?তাঁর আরও অভিযোগ ৬৬ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর বুথে প্রিসাইডিং অফিসার নিরপেক্ষভাবে কাজ করছেন না | ৬৬ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর সাথে তাঁর রীতিমত তুমুল বচসা বেঁধে যায় | তৃণমূলের এজেন্টদের ঢুকতে দেওয়া হলেও বিজেপিকে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ | বারবার প্রশাসনকে জানানোর পরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাঁর অভিযোগ | সমস্ত অভিযোগ নির্বাচন কমিশনকে ইতিমধ্যেই জানানো হয়েছে বলে জানান বিজেপির এই প্রার্থী |