দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-চতুর্থ দফার ভোটের দিন বেহালা পূর্বের বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী পায়েল সরকারের গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল | সূত্রের খবর, হরিদেবপুরের হসপিটল মোড়ের কাছে হামলার ঘটনা ঘটে | যদিও পায়েল অক্ষত রয়েছেন বলেই খবর | জানা গেছে, ভোটগ্রহণ চলাকালীন বেহালা পূর্বের বিভিন্ন বুথে বুথে ঘুরে বেড়াচ্ছিলেন বেহালা পূর্বের বিজেপি প্রার্থী পায়েল সরকার | সেই সময় বাইকে করে ২ জন দুষ্কৃতী এসে তাঁর গাড়িতে ইট ছোড়ে বলে অভিযোগ | এমনকি ইটের আঘাতে গাড়ির পেছনের কাচ পর্যন্ত ভেঙে গিয়েছে বলে অভিযোগ | হামলার ঘটনার জেরে ইতিমধ্যেই কমিশনের কাছে চিঠি লিখে তিনি নালিশ জানিয়েছেন |পায়েল আরও জানিয়েছেন, “তৃণমূলের লোকজন কাল রাত থেকেই বিজেপি কর্মীদের বাড়ি গিয়ে তাঁদের বাড়িতে আগুন লাগিয়ে অত্যাচার করেছে। তা সত্ত্বেও বহু বছর পর তাঁরা আজ ভোট দিতে বেরিয়েছেন। ফলে আজকের ঘটনা কে ঘটাল তা আলাদা করে বলা প্রয়োজন পড়ে না। সবাই বুঝতে পারছেন এটা কে করছে।”এই প্রসঙ্গে পূর্ব বেহালার তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় জানান, “পায়েলকে কেন মারছে জানি না | আমায় তো কেউ মারছে না|”বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন পায়েল | অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা গাড়িতে হামলা চালিয়েছেন বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী |
Hindustan TV Bangla Bengali News Portal