নিজস্ব সংবাদদাতা, কোচবিহার :- চতুর্থ দফার ভোট চলাকালীন বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল কোচবিহারের পাতলাখাওয়া এলাকায় | অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা খুন করে প্রমাণ লোপাটের জন্য ঝুলিয়ে দিয়েছে ওই ব্যক্তিকে | যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহার উত্তর | পাতলাখাওয়া বুথ এলাকার মৃত ওই বিজেপি কর্মীর নাম অমল দাস | শনিবার এলাকার একটি বাঁশবাগানে উদ্ধার হয় বিজেপি কর্মীর দেহ | বিজেপির দাবি, দলের সক্রিয় কর্মী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন অমল দাস | পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি | এরপর আর ফেরেননি | রাত গভীর হয়ে যাওয়ার পর অমল বাড়ি না ফেরায় এলাকায় খোঁজ করা হয় | কিন্তু হদিশ মেলেনি অমলের | পরে শনিবার দুপুরে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ | খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ | তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা | মৃতদেহের যেহেতু ঝুলন্ত অবস্থাতেও পা মাটিতে লেগেছিল তাই তাঁকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি | বিজেপির দাবি, তৃণমূল বহুবার ওই ব্যক্তিকে খুনের হুমকি দিয়েছিল | শাসকদলের আশ্রিত দুষ্কৃতীরাই খুন করে ঝুলিয়ে দিয়েছে অমলকে | যদিও তৃণমূলের দাবি, গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা | এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়|