প্রসেনজিৎ ধর, হুগলি :- চতুর্থ দফার ভোট পর্ব শেষেও অশান্তি দেখা দিল চুঁচুড়ায় | শনিবার বিকেলে কলেজিয়েট স্কুলের সামনে বিজেপি-তৃণমূলের সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল এলাকায় | জানা গেছে এই ঘটনায় দু’পক্ষের সাতজন কর্মী আহত হয়েছেন | গেরুয়া শিবিরের অভিযোগ,তারা যখন কলেজিয়েট স্কুল ক্যাম্প অফিসের বাইরে বসেছিল, তখন তাঁদের প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের নামে কটূক্তি করা হয় | তাতেই ঝামেলা বাধে বলে অভিযোগ | প্রাথমিক কথা কাটাকাটি হাতাহাতিতে পৌঁছয় | এরপরই তুমুল গোলমাল বাধে দুই দলের কর্মী-সদস্যদের মধ্যে বলে সূত্রের খবর| বিজেপির অভিযোগ তৃণমূল নেতা অমিত রায়ের নেতৃত্বে তাঁদের উপর মারধর করা হয়| তবে অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা অমিত রায় বলেন, “বিজেপি আমাদের দলের মহিলা কর্মীদের খারাপ কথা বলছিল | তার প্রতিবাদ করায় আমাদের কর্মীদের উপর চড়াও হয় | ওদের হামলায় আমাদের তিনজন কর্মী আহত হন |” এই ঘটনায় উভয়পক্ষের সাতজন আহত হয়েছে বলে জানা গেছে | আহতদের চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে চিকিৎসা করা হয় |