নিজেস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা :- ভোট আবহে রাজ্যের একাধিক জায়গা থেকে বোমা উদ্ধার হওয়ার খবর এসেছে | এবার বোমা উদ্ধার উত্তর ২৪ পরগণার জগদ্দল থানা এলাকার ভাটপাড়া থেকে | ভাটপাড়া পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের মাদ্রালের জয় চন্ডীতলা এলাকায় একটি ক্লাব থেকে প্রচুর তাজা বোমা, গুলি, বোমা তৈরির মশলা ও সরঞ্জাম উদ্ধার করল পুলিশ | পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে ভাটপাড়া এলাকায় গোপন অভিযান চালায় পুলিশ | সেই অভিযানেই তাজা কৌটো বোমা, বোমা তৈরির মশলা এবং গুলি উদ্ধার হয় | পুলিশের সন্দেহ, এই ক্লাবে বোমা তৈরি করা হচ্ছিল | বোমা উদ্ধারের ঘটনায় চলছে রাজনৈতিক চাপানউতোর | এই এলাকা বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের খাসতালুক হিসেবে পরিচিত | তাঁর অভিযোগ, নির্বাচনে অশান্তি পাকাতেই বোমা মজুত করছে তৃণমূল | যদিও পাল্টা তৃণমূলের দাবি, এলাকায় সন্ত্রাসের আবহ তৈরি করতে এই বোমা মজুত করছিল বিজেপি | পরের দু’টো দফায় উত্তর ২৪ পরগণার বিস্তীর্ণ এলাকায় নির্বাচন | সেই ভোটে গন্ডগোল পাকানোর উদ্দেশ্যেই বোমা মজুত করা হচ্ছিল বলেই দাবি পুলিশের | তদন্ত শুরু করেছে তাঁরা| ঘটনায় জড়িত সন্দেহে এলাকার কুখ্যাত দুষ্কৃতী অঙ্কিত সাউ ও লক্ষন দেবনাথ সহ আরও বেশ কয়েকজনের খোঁজ চালাচ্ছে পুলিশ | ভোটের আগে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় |