অভিষেক সাহা,মালদহ :- মালদহের মানিকচকে কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী এবং কংগ্রেস প্রার্থী মোত্তাকিন আলামকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে| হামলাকারীরা তাঁদের গাড়ি ভেঙেছেন বলেও অভিযোগ | জানা গেছে,মানিকচক বিধানসভায় ইংরেজবাজার থানা এলাকায় ভোটের প্রস্তুতি হিসাবে কর্মিসভায় গিয়েছিলেন দক্ষিণ মালদহের কংগ্রেস সাংসদ তথা দলের জেলা সভাপতি আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালুবাবু | তাঁর সঙ্গে ছিলেন বিদায়ী বিধায়ক তথা মানিকচকের কংগ্রেস প্রার্থী মোত্তাকিন আলমও | অভিযোগ ইংরেজবাজার থানা এলাকার ফুলবাড়িয়া গ্রামপঞ্চায়েতের পূর্ব নঘরিয়া গ্রামে কংগ্রেস নেতারা পৌঁছতেই তাঁদের গাড়িতে হামলা চালানো হয় | গাড়ির ভিতর থেকে সেই ঘটনা ক্যামেরাবন্দিও করেন কংগ্রেস নেতারা| সেখানেই দেখা যাচ্ছে এক দল লোক পতাকা মোড়া লাঠি নিয়ে গাড়িতে হামলা করছে | কংগ্রেস নেতাদের অভিযোগ, তাঁদের প্রাণে মেরে ফেলার চেষ্টা হচ্ছিল | এমনকি বিধায়ককে টেনে গাড়ি থেকে নামানোর চেষ্টা হয় বলেও অভিযোগ | নিরাপত্তা কর্মীরা কোনওরকমে তাঁদের ঘটনাস্থল থেকে বার করে নিয়ে যান | তৃণমূলের পতাকা হাতে কিছু লোক হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে কংগ্রেসের তরফে। ঘটনাস্থল থেকে কোনওক্রমে বেরিয়ে ইংরেজবাজার থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন সাংসদ | নির্বাচন কমিশনেও অভিযোগ জানানো হবে |আবু হাসেম খান চৌধুরী অভিযোগ করেন, “এখন জোর যার মুলুক তার অবস্থা চলছে রাজ্যে |” মোত্তাকিন আলম সরাসরি অভিযোগ করেন, “এই হামলার পিছনে তৃণমূলের হাত রয়েছে|” এই ঘটনার প্রতিবাদে জেলাজুড়ে বিক্ষোভ হবে বলে জানিয়েছে মালদহ কংগ্রেস | তবে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও সব অভিযোগ অস্বীকার করা হয়েছে শাসকদলের তরফে |