প্রসেনজিৎ ধর, কলকাতা :- শীতলকুচি কাণ্ডে তোলপাড় রাজ্য-রাজনীতি | এই পরিস্থিতিতে ফের হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ| শীতলকুচি নিয়ে কথা বলতে গিয়ে দিলীপ ঘোষ রবিবার বরাহনগরে বলেন, ‘এত দুষ্টু ছেলে কোথা থেকে এল? ওই দুষ্টু ছেলেরা থাকবে না বাংলায় | সবে শুরু হয়েছে, এটা সারা বাংলায় হবে | যাঁরা ভেবেছেন বাহিনী বন্দুকটা দেখানোর জন্য এনেছে, (তাঁদের বলি) বাহিনী শুধু বন্দুকটা দেখাতে আসেনি | কেউ যদি আইন হাতে নিতে আসে তাঁকে যোগ্য জবাব দিতে হবে |’ এর পরে পঞ্চম দফার ভোটের প্রসঙ্গে দিলীপ সংশ্লিষ্ট ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘১৭ তারিখে ভোট দিতে যান, বাহিনী থাকবে | ভোট দিতে না পারলে আমরা আছি | শীতলকুচিতে কী হয়েছে দেখেছেন তো? বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে |’প্রসঙ্গত, শনিবার ভোট দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত হন ৪ যুবক | মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা| তাদের তৃণমূল সমর্থক বলে দাবি তৃণমূলের | বিকেলেই শিলিগুড়ি পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় | পরিস্থিতি বিবেচনা করে কোচবিহার জেলায় রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন | ফলে বাধ্য হয়ে রবিবার ভিডিও কলে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন তৃণমূল নেত্রী | এই ঘটনার নিন্দায় সরব হয়েছে সব মহল | বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন| অমিত শাহের নির্দেশেই এই ‘গণহত্যা’ বলে দাবি করেছেন মমতা | এই পরিস্থিতিতেই বিস্ফোরক দিলীপ | দিলীপ ঘোষের এহেন আচরণের তীব্র নিন্দা করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ |