Breaking News

অনুব্রতর গড়ে বাড়ছে ভোট উত্তাপ, প্রচারের সময় বীরভূমের দুবরাজপুরে বিজেপি প্রার্থীকে ‘হেনস্থা’র অভিযোগ, ভাঙচুর গাড়িও

সুবীর কর, বীরভূম :- প্রচারের সময় বিজেপি প্রার্থীকে হেনস্থার অভিযোগ, ভাঙা হল তাঁর গাড়ির কাঁচও | দুবরাজপুরের লোকপুর থানার নাগরাকোন্দা গ্রামে রবিবার সকালের এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে | জানা গেছে, রবিবার সকালে নাগরাকোন্দা গ্রামে দুবরাজপুরের বিজেপি প্রার্থী অনুপ সাহা জনসংযোগ করছিলেন | আচমকাই ‘খেলা হবে’ লেখা টি-শার্ট পরিহিত একদল যুবক স্লোগান দিতে দিতে এসে বিজেপি কর্মীদের পথ আটকায় বলে অভিযোগ| অভিযোগ, ওই গ্রামে প্রচার করা যাবে না বলেও হুমকি দেয় তারা | ঘটনাস্থল থেকেই লোকপুর থানায় ফোন করেন বিজেপি প্রার্থী | কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ | সেইসময় বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ | এমনকি কন্দা পঞ্চায়েতে একাধিক বিজেপি কর্মীর বাড়িও লুটপাট করা হয়েছে বলে গেরুয়া শিবিরের দাবি | গোটা ঘটনায় লোকপুর থানায় অভিযোগ দায়ের করেছেন অনুপ সাহা | বিজেপি প্রার্থী অনুপ সাহার দাবি, “এই জনসংযোগের জন্য আগেই অনুমতি নেওয়া হয়েছিল | পুলিশি অনুমতি মিলেছিল | তার পরেও ওই যুবকরা কীভাবে আমাদের মিছিল আটকাতে পারে? ঘটনাস্থল থেকে পুলিশকে ফোন করেও কোনও লাভ হল না |” বিজেপির দাবি, ওই যুবকরা এলাকায় তৃণমূলের কর্মী হিসেবে পরিচিত | যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *