দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সিবিআই-এর পর এবার আইকোর মামলার তদন্ত শুরু করল ইডি | এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে ইডি | মঙ্গলবার আইকোর কর্তা অনুকূল মাইতির স্ত্রী কণিকা মাইতিকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে| আইকোর মামলায় এবার সক্রিয় ইডি | সিবিআইর পর ফাইল খুলল এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা | ইডি তলব করল আইকোর কর্তা অনুকূল মাইতির স্ত্রী কণিকা মাইতিকে | ১৩ এপ্রিল সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে তলব করা হয়েছে কণিকাকে | আইকোর কর্তা অনুকূল মাইতির মৃত্যু হয়েছে। তাই এই চিটফান্ডের তদন্তে ইডির একমাত্র ভরসা কণিকাই | ২০১৭ সালে বেআইনি অর্থলগ্নি সংস্থার মাধ্যমে বাজার থেকে টাকা তোলার অভিযোগে অনুকুল মাইতিকে গ্রেফতার করেছিল সিবিআই | তারও আগে রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি ২০১৫ সালে গ্রেফতার করেছিল পূর্ব মেদিনীপুরেরে এই চিটফান্ড সংস্থার প্রধানকে | বেআইনি ভাবে কয়েক হাজার কোটি টাকা তুসে আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল অনুকূল মাইতির বিরুদ্ধে | সিবিআই তাঁকে গ্রেফতার করার পরে ওড়িশার জেলে মৃত্যু হয় অনুকূল মাইতির |অনুকূল ছাড়াও একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছিল সিবিআই | তাঁদের অধিকাংশই জামিনে ছাড়া পেয়েছেন | এর আগে আইকোর-কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়কেও তলব করেছিল সিবিআই |