দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কয়লা দুর্নীতি কাণ্ডে আরও এক আইপিএস অফিসারকে তলব করল সিবিআই | বাঁকুড়ার পুলিশ সুপার কোটেশ্বর রাওকে মঙ্গলবার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর | কয়েকদিন আগে বাঁকুড়ার আইসি অশোক মিশ্রকে কয়লা দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা |
এবার সরাসরি পুলিশ সুপারকে তলব করা হল | সূত্রের খবর, গত দু’বছর ধরে বাঁকুড়ার পুলিশ সুপার থাকাকালীন কোটেশ্বর রাওয়ের কাছে কয়লা দুর্নীতি সংক্রান্ত অভিযোগ জমা পড়েছিল | তাই সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে| সিবিআই সূত্রে খবর, কয়লা পাচারের সঙ্গে কোটেশ্বরের ‘যোগ’ পাওয়া গিয়েছে | একাধিক অভিযুক্তের বাড়িতে তল্লাশির সময় বিভিন্ন নথি খতিয়ে দেখে তাঁর নাম পেয়েছে তদন্তকারী সংস্থা | সেই বিষয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই | যদিও এই নোটিসের বিষয়ে কোটেশ্বরের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি | কয়লা পাচার কাণ্ডে ভারত-বাংলাদেশে ছড়িয়ে থাকা এই চক্রের চাঁইদের জালে ধরতে তৎপর হয়েছেন গোয়েন্দারা | বিনয় মিশ্রর ভাই বিকাশের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছিল সিবিআই | পরে দিল্লি থেকে বিকাশ মিশ্রকে গ্রেফতার করা হয় | এখন বাংলায় বিধানসভা নির্বাচন চলছে | তার মধ্যেই এবার আর এক আইপিএসকে তলব করে এই কেলেঙ্কারির জাল গুটিয়ে আনতে তৎপর সিবিআই |