সুবীর কর, বীরভূম :- আগামী ২৯ এপ্রিল অষ্টম দফায় নির্বাচন বীরভূমের ময়ূরেশ্বরে | তার কদিন আগেই বিজেপি নেতার বাড়ির পাশ থেকে উদ্ধার তাজা বোমা | ভোট আবহে উত্তেজনা বীরভূমের ময়ূরেশ্বরের কুন্ডলা গ্রামে | অভিযোগের তির তৃণমূলের দিকে | জানা গেছে, সোমবার সকালে ময়ূরেশ্বরের কুন্ডলা গ্রামের বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে থেকে ১ ড্রাম তাজা বোমা উদ্ধার হয়| বিজেপির অভিযোগ, তৃণমূলের দুস্কৃতীরা রাতে এলাকায় পতাকা লাগাছিল | সেই সময় তারা বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে বোমা রেখে দিয়ে চলে যায় বলে অভিযোগ | অন্যদিকে, তৃণমূলের বিরুদ্ধে ওঠা এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস| পাল্টা শাসক দলের দাবি, এলাকায় মানুষকে আতঙ্কিত করতেই এই বোমা মজুত করেছিল বিজেপি | ঘটনা ঘিরে এলাকায় রয়েছে উত্তেজনা| ঘটনার তদন্তে নেমেছে রয়েছে ময়ূরেশ্বর থানার পুলিশ|বিজেপি নেতার বাড়ির সামনে কিভাবে বোমাগুলো এল তার তদন্তে নেমেছে ময়ূরেশ্বর থানার পুলিশ |