দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- শীতলকুচির ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে | জানা গেছে, জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী আমিনুদ্দিন খান| কীভাবে গুলি চলল শীতলকুচিতে, তা নিয়ে বিচারবিভাগীয় তদন্ত করতে হবে| নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে দেওয়ার দাবি জানানো হয়েছে | আগামীকাল মামলাটি আদালতের সামনে উল্লেখ করার সম্ভাবনা | চতুর্থ দফা ভোটের দিন উত্তপ্ত হয়েছে কোচবিহারের শীতলকুচি | কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে চারজনের | সেই গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে সোমবার কলকাতা হাইকোর্টে যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে তাতে জানতে চাওয়া হয়েছে, শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীকে কেন গুলি চালাতে হলো? কী এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে, বাহিনীকে গুলি চালাতে হয়? একই সঙ্গে ওই মামলায় তদন্তের দাবি জানানো হয়েছে| পাশাপাশি বলা হয়েছে, গুলিতে যাদের মৃত্যু হয়েছে তারা যাতে উপযুক্ত ক্ষতিপূরণ পান সেই দিকটি দেখতে হবে | প্রসঙ্গত,শীতলকুচিতে গুলি চালনার ঘটনায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীর অতিসক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন | একই সঙ্গে বলেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অঙ্গুলিহেলনে এই কাজ করছে কেন্দ্রীয় বাহিনি| এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস | কেন গুলি চালানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, তা নিয়ে নানা রকম ব্যাখ্যা পাওয়া যাচ্ছে নানা মহল থেকে | এবার সেই কারণ জানতে চেয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে |