Breaking News

ভোট মিটতেই উত্তপ্ত আনন্দপুর,বিজেপি-তৃণমূল সংঘর্ষ,পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির,গ্রেফতার ৫

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- ভোট মিটতেই রবিবার থেকে উত্তপ্ত আনন্দপুর | দফায় দফায় উত্তেজনা আনন্দপুরে | রবিবারের পর সোমবার থানার সামনে বসে বিক্ষোভ বিজেপি কর্মীদের | বিজেপি-তৃণমূলের হাতাহাতি, বোতল ছোড়াছুড়িতে কার্যত ধুন্ধুমার | আহত দু-পক্ষের বেশ কয়েকজন | এদিন বিজেপি পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আনন্দপুর থানার অন্তর্গত ১০৮ নাম্বার ওয়ার্ডের পশ্চিম চৌবাগা এলাকা | এই ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ |

এ বিষয়ে বিজেপির তরফেও পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে | পুলিশ সূত্রে খবর, তৃণমূলেরও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে | ঘটনার জেরে সোমবার অবরোধ করা হয় রুবির মোড় | এদিন প্রায় আধঘন্টা ধরে চলে এই প্রতিবাদ | পরে পুলিশের আশ্বাসে কিছুক্ষণ চলার পর অবরোধ উঠে যায়| বিজেপি কর্মীরা জানায়, পুলিশ আশ্বাস দিয়েছে, তাই আমরা অবরোধ তুলে নিচ্ছি, তবে দুস্কৃতীদের গ্রেফতার করা না হলে আবারও অবরোধ বিক্ষোভ হবে বলে হুঁশিয়ারি বিক্ষোভকারীদের |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *