সুবীর কর, বীরভূম :- এবার অনুব্রত মন্ডলকে শোকজ করল নির্বাচন কমিশন | নোটিস দিয়ে আজ রাত ১১ টার মধ্যে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে নিজের বক্তব্য রাখতে বলা হয়েছে | নির্বাচন কমিশন সূত্রে খবর অনুব্রত মন্ডলের ‘খেলা হবে’ ও ‘বিজেপিকে ঠেঙিয়ে পগারপার করে দেব’ এই দুটি মন্তব্যের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জমা পড়েছিল | যা খতিয়ে দেখে শো-কজ নোটিশ পাঠায় কমিশন | ভোট প্রচারে বেরিয়ে অনুব্রত মণ্ডল বারবার ‘খেলা হবে’ মন্তব্য করেছেন| এমনকী কেমন খেলা হবে? প্রশ্নের উত্তরে তিনি আবার এক ধাপ এগিয়ে বলেন, “ভয়ংকর খেলা | এই খেলায় তৃণমূলের সঙ্গে পেরে ওঠা মুশকিল | মোদ্দা বিষয়টা ট্রেনিংয়ের | কোন বলে চার, কোন বলে ছয়, আবার কোন বলে দু’রান নিলেও আউট হব না, সেটা বুঝে গেলে কোনও সমস্যাই নেই |”এই মন্তব্যের উল্লেখ করেই বিজেপির তরফে দাবি করা হয়, অনুব্রত মণ্ডল পক্ষান্তরে হুমকি দিচ্ছেন, ভোটারদের ভয় দেখাচ্ছেন| বিজেপির অভিযোগের পর অনুব্রত মণ্ডলের কাছে এই সব মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে | জেলার নির্বাচনী অফিসার সেই ব্যাখ্যা রাজ্য নির্বাচন কমিশনে পাঠিয়ে দেবে | সেখান থেকে তা দিল্লির নির্বাচন কমিশনে পাঠিয়ে দেওয়া হবে | শো-কজের প্রসঙ্গে জানতে চাইলে অনুব্রত মন্ডল চেনা মেজাজে তাঁর প্রতিক্রিয়ায় জানান, ‘খেলা হবে বলে কী ভুল বলেছি | ক্রিকেট ব্যাট দিচ্ছি, ফুটবল দিচ্ছি, এগুলোও তো খেলা | এখনও বলছি খেলা হবে | নরেন্দ্র মোদি, নাড্ডাসাহেব তারাও তো বলছেন খেলা হবে|| অসুবিধা কোথায় | খেলা হবে |’