জয়িতা দাস :- ফি বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করলেন হুগলির কোন্নগরে মাদার ইন্টারন্যাশনাল স্কুলের অভিভাবকদের একাংশ| মঙ্গলবার ওই স্কুলের সামনে অভিভাবকদের একাংশ জড়ো হয়ে জানান, প্রতি বছর যে হারে ফি বৃদ্ধি হয়, এ বার তার থেকে অনেক বেশি ফি বৃদ্ধি করেছেন স্কুল কর্তৃপক্ষ | এই বর্ধিত ফি কমানোর জন্য তাঁরা স্কুলের অধ্যক্ষাকে জানিয়েছেন | কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি বলে দাবি অভিভাবকদের | এখনও পর্যন্ত করোনা অতিমারি বিদায় নেয়নি | অধিকাংশ শ্রেণিতেই পঠনপাঠন চলছে অনলাইনে | তবু কেন এত বেশি পরিমাণে ফি বৃদ্ধি ? এই প্রশ্ন তুলে এবং ফি বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার কোন্নগরে মাদার ইন্টারন্যাশনাল স্কুলের সামনে বিক্ষোভে সোচ্চার হন অভিভাবকরা |
তাঁদের দাবি, কর্তৃপক্ষকে তাঁদের সঙ্গে সামনা-সামনি বৈঠকের জন্য সময় দিতে হবে | তৃতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীতে ওঠা এক অভিভাবকের অভিযোগ,১৬০০ টাকার জায়গায় মাইনে ২২৫০ করেছিল বাড়িয়ে বর্তমানে তা ২০৫০ করেছে | এক সাথে এতটা ফী বাড়ানোয় তাঁদের পক্ষেও সমস্যা হয়ে যাচ্ছে বলে জানান তিনি|
এমনকি ফি দিতে না পারলেও বাচ্চাকে স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে যেতে স্কুল বলেছে বলেও দাবি ওই অভিভাবকের | এ দিনের বিক্ষোভে ছিলেন সপ্তম শ্রেণীর এক পড়ুয়ার মা | তাঁর অভিযোগ,মাইনে ১৯০০ টাকা ছিল যা বেড়ে হয়েছে ২৯০০ টাকা|এমনকি লেট ফাইন ৫ টাকার জায়গায় ৫০০ করা হয়েছে, যা অসম্ভব | মাদার ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষা তানিয়া চক্রবর্তী জানান, ফি বাড়ানো হয়েছে সাত থেকে আট শতাংশের মধ্যে |
তানিয়া চক্রবর্তী আরও বলেন,”স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীদের বেতন বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের শিক্ষকদের বেতন দেওয়া হচ্ছে| সেই সঙ্গে এত বড় স্কুলের বিভিন্ন পরিকাঠামোর খরচ রয়েছে| তবু আট শতাংশের কম ফি বাড়িয়েছি আমরা |”