Breaking News

দিলীপ ঘোষের রোড-শো ঘিরে ধুন্ধুমার, তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত বর্ধমানের রসিকপুর

দেবরীনা মণ্ডল সাহা :- বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মিছিলে ফের হামলা | মঙ্গলবার সন্ধের ঘটনা ঘিরে ধুন্ধুমার বর্ধমানের রসিকপুর মোড় | অভিযোগ, বিজেপির মিছিল লক্ষ্য করে ইটবৃষ্টি চলে | তৃণমূলের কার্যালয়ে পালটা ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ | এ নিয়ে বিজেপি-তৃণমূলের মধ্যে ধুন্ধুমার বেধে যায় | পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, কেন্দ্রীয় বাহিনী | মঙ্গলবার বর্ধমান শহরে রোড-শো করছিলেন দিলীপ ঘোষ | অভিযোগ, সেই রোড-শো রসিকপুরে ঢুকতেই তৃণমূলের তরফে দিলীপ ঘোষকে ‘গো-ব্যাক’ স্লোগান দেওয়া হয় | পরস্পরের উদ্দেশে দুই পক্ষ শুরু করে ইটবৃষ্টি | এরপর হাতাহাতি ও লাঠি নিয়ে খণ্ডযুদ্ধ বেধে যায় | ঘটনার সূত্রপাত, তৃণমূলের একটি ফেস্টুন ছেঁড়া নিয়ে | অভিযোগ, দিলীপ ঘোষের রোড শোয়ের পথে তৃণমূলের একটি ফেস্টুন ছিল | তা ছিঁড়ে দেওয়া হয় | এর প্রতিবাদ করে স্থানীয় তৃণমূল সমর্থকরা | দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় | এরপরই তৃণমূলের তরফে পালটা ইট ছোড়া হয় | বিজেপির অভিযোগ, তৃণমূল নেতা আবদুল রবের নেতৃত্বে হামলা হয়েছে | হামলার ঘটনা অস্বীকার করেছে দু’পক্ষই | ঘটনার প্রতিবাদে রসিকপুরে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন তৃণমূল কর্মী, সমর্থকরা | তৃণমূলের বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে রসিকপুর মোড় | পরিস্থিতি সামলাতে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *